OnePlus 10T 5G রেকর্ড গড়লো Antutu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে, সামনে এল সেলের তারিখ সহ স্পেসিফিকেশনও

বিগত কয়েক মাস ধরেই ওয়ানপ্লাসের আসন্ন OnePlus 10T 5G হ্যান্ডসেটটি নিয়ে প্রযুক্তি মহলে জল্পনা চলছে। জানা গেছে এটি...
Ananya Sarkar 9 July 2022 9:37 AM IST

বিগত কয়েক মাস ধরেই ওয়ানপ্লাসের আসন্ন OnePlus 10T 5G হ্যান্ডসেটটি নিয়ে প্রযুক্তি মহলে জল্পনা চলছে। জানা গেছে এটি সংস্থার সর্বপ্রথম Qualcomm Snapdragon 8+ Gen 1 প্রসেসর দ্বারা চালিত ডিভাইস হিসেবে শীঘ্রই বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে। ইতিমধ্যেই এই ফোনের রেন্ডার অনলাইনে ফাঁস হয়েছে। আবার সম্প্রতি OnePlus 10T 5G-কে বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম আনটুটু (Antutu)-এর ডেটাবেসেও দেখা গেছে এবং উল্লেখযোগ্যভাবে এই স্মার্টফোনটি আনটুটু-এর সাইটে রেকর্ড করা সর্বোচ্চ স্কোরের ডিভাইসগুলির মধ্যে অন্যতম হিসেবে নিজের স্থান করে নিয়েছে। পাশাপাশি এখন একটি নতুন রিপোর্টে ভারতের বাজারে OnePlus 10T 5G ফোনের প্রথম সেলের তারিখের পাশাপাশি এর লঞ্চের টাইমলাইনটিও শেয়ার করা হয়েছে।

OnePlus 10T ভারতে আসতে পারে চলতি মাসের শেষেই

প্রাইসবাবা (PriceBaba)-এর একটি নতুন রিপোর্টে ওয়ানপ্লাস ১০টি ৫জি-এর ভারতে লঞ্চের টাইমলাইন ও এর প্রথম সেলের তারিখ প্রকাশ করা হয়েছে। রিপোর্ট অনুসারে, ওয়ানপ্লাসের এই নতুন স্মার্টফোনটি এদেশে আগামী ২৫ জুলাই থেকে ১ আগস্টের মধ্যেই উন্মোচিত হবে এবং ডিভাইসটি আগস্টের প্রথম সপ্তাহে কেনার জন্য উপলব্ধ হবে। এটি ভারতে ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন (Amazon) থেকে কেনা যাবে। এছাড়াও, এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে ডিভাইসটির ১৬ জিবি র‍্যাম সংস্করণটি শুধুমাত্র মুনস্টোন ব্ল্যাক কালার অপশনে পাওয়া যাবে।

চলতি সপ্তাহের শুরুতে ওয়ানপ্লাস ১০টি ৫জি অ্যামাজনের যুক্তরাজ্যের শাখার (Amazon UK) ওয়েবসাইটেও উপস্থিত হয়, যা নিশ্চিত করেছে যে ফোনটি ইউরোপেও আত্মপ্রকাশ করবে। যদিও বর্তমানে এটি স্পষ্ট নয় যে, এটি ভারতের সাথে সাথেই যুক্তরাজ্য এবং ইউরোপের অন্যান্য মার্কেটগুলিতে লঞ্চ হবে কিনা।

ওয়ানপ্লাস ১০টি ৫জি-এর সম্ভাব্য স্পেসিফিকেশন (OnePlus 10T 5G Specifications)

এখনো পর্যন্ত বিভিন্ন রিপোর্ট এবং সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ওয়ানপ্লাস ১০টি ৫জি ৬.৭ ইঞ্চির কার্ভড ই৪ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে সহ আসবে, যা ফুল এইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং এলটিপিও প্রযুক্তি অফার করে। আর ডিসপ্লের ওপরে সেলফি ক্যামেরার জন্য একটি কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাট আউট দেখতে পাওয়া যাবে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত হবে। এটি ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজ সহ পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য, OnePlus 10T 5G-এর ব্যাক প্যানেলে অবস্থিত ট্রিপল ক্যামেরা সেটআপের মধ্যে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলে প্রাইমারি ক্যামেরা, ১৬ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা উপস্থিত থাকবে। আর ফোনের সামনে সম্ভবত একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, OnePlus 10T ৪,৮০০ এমএএইচ ব্যাটারি ইউনিট এবং ১৫০ ওয়াট সুপারভোক (SuperVOOC) ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, অতীতের লিকগুলি থেকে জানা গিয়েছে, ডিভাইসটির দাম চীনে ৩,০০০ ইউয়ান (প্রায় ৩৫,৪১০ টাকা) থেকে ৪,০০০ ইউয়ান (প্রায় ৪৭,২৩০ টাকা)-এর মধ্যে থাকবে বলে আশা করা হচ্ছে। তবে অ্যামাজন ইউকে-এর সাম্প্রতিক লিকটি প্রকাশ করেছে যে, ইউরোপে OnePlus 10T-এর ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম হবে ৭৯৯ ইউরো (প্রায় ৬৪,৩৫০ টাকা)।

Show Full Article
Next Story