সুখবর, এবার OnePlus 10T ফোনে চলে এল Android 14 আপডেট

OnePlus একের পর এক তাদের ডিভাইসে অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অক্সিজেন ওএস ১৪ (Android 14 based Oxygen OS 14) আপডেট পৌঁছে...
techgup 23 Oct 2023 2:31 PM IST

OnePlus একের পর এক তাদের ডিভাইসে অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অক্সিজেন ওএস ১৪ (Android 14 based Oxygen OS 14) আপডেট পৌঁছে দিচ্ছে। এখন সংস্থার OnePlus 10T ফোনের জন্য অক্সিজেন ওএস ১৪ এর ওপেন বিটা বিল্ড ১ পোগ্রাম চালু করা হয়েছে। আপাতত ভারতীয় OnePlus 10T ফোন ব্যবহারকারীদের জন্য এই পোগ্রাম রিলিজ করা হয়েছে।

ফলে এই ডিভাইসে অ্যান্ড্রয়েড ১৪ এর একাধিক ফিচার পাওয়া যাবে। তাই আপনি যদি একজন ভারতীয় OnePlus 10T ব্যবহারকারী হোন এবং নতুন ফিচার ব্যবহার করতে চান, তাহলে নতুন আপডেট ইনস্টল করুন। তবে মনে রাখবেন যে, বিটা বিল্ডের অর্থ এটি পরীক্ষাধীন আছে, তাই নানা রকম বাগ থাকতে পারে।

আর প্রথম ৫,০০০ ব্যবহারকারী অ্যান্ড্রয়েড ১৪ ওপেন বিটা বিল্ড ১ পোগ্রামে অংশ নিতে পারবে। পাশাপাশি তাদের ডিভাইস CPH2413_13.1.0.584(EX01) বা CPH2413_13.1.0.587(EX01) ভার্সনে চলতে হবে।

এই শর্ত পালন করলে তবে আপনি OnePlus 10T ফোনের Settings > About Device > up to date > Three Dot > Beta Program অপশনে গিয়ে এই পোগ্রামে অংশ নিতে পারবেন।

জানিয়ে রাখি, OnePlus 11 সিরিজে শীঘ্রই Oxygen OS 14 এর স্টেবল ভার্সন পেতে চলেছে। কারণ ডিভাইসগুলি ইতিমধ্যেই Open Beta 1 Build পেয়ে গেছে।

Show Full Article
Next Story