বিশাল চাহিদা, সেল শুরুর কয়েক সেকেন্ডের মধ্যে আউট অফ স্টক OnePlus 8 Pro

এপ্রিলে লঞ্চ হলেও কাল ভারতে ছিল OnePlus 8 Pro এর প্রথম সেল। আর সেই সেলেই কামাল করলো এই ফ্ল্যাগশিপ ফোনটি। কোম্পানির দাবি অনুযায়ী, সেল শুরু…

এপ্রিলে লঞ্চ হলেও কাল ভারতে ছিল OnePlus 8 Pro এর প্রথম সেল। আর সেই সেলেই কামাল করলো এই ফ্ল্যাগশিপ ফোনটি। কোম্পানির দাবি অনুযায়ী, সেল শুরু হওয়া কয়েক সেকেন্ডের মধ্যেই ওয়ানপ্লাস ৮ প্রো আউট অফ স্টক হয়ে যায়। এই সেল Amazon ও OnePlus India ওয়েবসাইটে অনুষ্ঠিত হয়েছিল। যদিও এই ফোনের কত ইউনিট কাল সেলের জন্য উপলিব্ধ ছিল তা কোম্পানি জানায়নি। প্রসঙ্গত লকডাউনের কারণে স্টক কম থাকায় এই ফোনের সেল এতদিন অনুষ্ঠিত হয়নি। 

OnePlus 8 Pro দাম ও অফার :

ওয়ানপ্লাস ৮ প্রো এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৪,৯৯৯ টাকা। আবার ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কেনা যাবে ৫৯,৯৯৯ টাকায়। 

OnePlus 8 Pro স্পেসিফিকেশন :

ওয়ানপ্লাস ৮ প্রো ফোনে পাবেন ১৯.৮:৯ আসপেক্ট রেশিও, এইচডিআর ১০ প্লাস, QHD+ রেজুলেশন এবং ১২০ হার্জ রিফ্রেশ রেট যুক্ত ৬.৭৮ ইঞ্চি ফ্লুইড AMOLED ডিসপ্লে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। সাথে দেওয়া হয়েছে এড্রেন ৬৫০ জিপিইউ। ওয়ানপ্লাস ৮ প্রো ফোনে রয়েছে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি। এই ফোনে Warp charge 30T ( ৩০ ওয়াট ফাস্ট চার্জিং) সাপোর্ট করবে। এছাড়াও ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিং এবং হ্যাপিটিক ২.০ ভাইব্রেশন দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য এই ফোনে পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটি অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক OxygenOS অপারেটিং সিস্টেমে চলবে। এতে ডলবি অ্যাটমোস এর সাথে ডুয়াল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে।

ক্যামেরার কথা বললে ওয়ানপ্লাস ৮ প্রো ফোনের পিছনে আছে কোয়াড রিয়ার ক্যামেরা। যার প্রধান ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৬৮৯ সেন্সর। যার অ্যাপারচার এফ / ১.৭৮ এবং ১.১২ মাইক্রন পিক্সেল সাইজ। এই সেন্সর অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশ (OIS) এবং ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন (EIS) উভয় সাপোর্ট করে। এছাড়াও দ্বিতীয় ক্যামেরা হিসাবে অ্যাপারচার এফ / ২.২ এবং ১১৯.৭ ডিগ্রী ফিল্ড অফ ভিউ সহ ৪৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স আছে।

আবার ৮ মেগাপিক্সেল টেলিফোটো লেন্স দেওয়া হয়েছে, যার অ্যাপারচার এফ/২.৪। এছাড়াও চতুর্থ ক্যামেরা ৫ মেগাপিক্সেল কালার ফিল্টার সেন্সর, যার অ্যাপারচার এফ/২.৪। ক্যামেরা সেটআপে পিডিএএফ, লেজার অটো-ফোকাস, সিএএফ, ৩ এক্স অপটিকাল জুম এবং ডুয়েল-এলইডি ফ্ল্যাশ সাপোর্ট করবে। আবার ফোনের সামনে এফ/২.৪৫ অ্যাপারচার, EIS সহ ১৬ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৪৭১ সেন্সর আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *