বিরাট সুখবর, OnePlus 9 5G ফোনের দাম ৫,০০০ টাকা কমলো, এখন পাবেন এত কমে

আগামী ৩১ মার্চ ভারতে লঞ্চ হচ্ছে OnePlus 10 Pro। তবে উত্তরসূরী কে আনার আগে একের পর এক পূর্বসূরীদের দাম কমানোর সিদ্ধান্ত...
Julai Modal 29 March 2022 3:34 PM IST

আগামী ৩১ মার্চ ভারতে লঞ্চ হচ্ছে OnePlus 10 Pro। তবে উত্তরসূরী কে আনার আগে একের পর এক পূর্বসূরীদের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। সকালেই আমরা জানিয়েছিলাম যে, OnePlus 9 Pro 5G ফোনটি এখন ৫,০০০ টাকা সস্তায় পাওয়া যাবে। আবার এখন এই সিরিজের বেস মডেল, OnePlus 9 5G ফোনের দাম ৫,০০০ টাকা কমানো হল। উল্লেখ্য, লঞ্চের সময় ভারতে এই ফোনের দাম শুরু হয়েছিল ৪৯,৯৯৯ টাকা থেকে।

ওয়ানপ্লাস ৯ ৫জি ফোনের দাম কমলো (OnePlus 9 5G Price Cut in India)

ভারতে ওয়ানপ্লাস ৯ ৫জি ফোনের ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৪৯,৯৯৯ টাকা। আবার এর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৫৪,৯৯৯ টাকা। তবে এই দুই ভ্যারিয়েন্ট এখন যথাক্রমে ৪৪,৯৯৯ টাকায় ও ৪৯,৯৯৯ টাকায় পাওয়া যাবে। ইতিমধ্যেই ই-কমার্স সাইট অ্যামাজনে ফোনটি নতুন দামে বিক্রি হচ্ছে।

ওয়ানপ্লাস ৯ ৫জি স্পেসিফিকেশন (OnePlus 9 5G Specifications)

ওয়ানপ্লাস ৯ ৫জি ফোনের সামনে দেখা যাবে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রোটেকশন ও ১,০৮০ x ২,৪০০ পিক্সেল রেজোলিউশনের ৬.৫৫ ইঞ্চির ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২০.৯ অ্যাসপেক্ট রেশিও সাপোর্ট করে। এই ফোনে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে অ্যাড্রেনো ৬৬০ জিপিইউ সহ কোয়ালকম স্ম্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক অক্সিজেনওএস ১১ ভার্সন দ্বারা চালিত।

ফটোগ্রাফির জন্য OnePlus 9 5G ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেল মোনোক্রোম সেন্সর। আবার, সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেলের Sony IMX471 ফ্রন্ট-ফেসিং ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে দেওয়া হয়েছে ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির একটি পাওয়ারফুল ব্যাটারি, যা ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Show Full Article
Next Story