স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসরের সাথে আসছে OnePlus 9, OnePlus 9 Pro, ২৯ মিনিটে হবে ফুল চার্জ

চীনা স্মার্টফোন কোম্পানি ওয়ানপ্লাস, আগামী ২৩ মার্চ OnePlus 9, OnePlus 9 Pro, OnePlus 9R ফোনগুলি ভারত সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ করবে। কোম্পানির তরফে এই সিরিজের…

চীনা স্মার্টফোন কোম্পানি ওয়ানপ্লাস, আগামী ২৩ মার্চ OnePlus 9, OnePlus 9 Pro, OnePlus 9R ফোনগুলি ভারত সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ করবে। কোম্পানির তরফে এই সিরিজের ফোনগুলির স্পেসিফিকেশন মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় টিজ করা হচ্ছে। তবে এবার প্রসেসর নির্মাতা Qualcomm নিশ্চিত করেছে আসন্ন ওয়ানপ্লাস ৯ এবং ওয়ানপ্লাস ৯ প্রো ফোনদুটিতেই তাদের লেটেস্ট স্নাপড্রাগণ ৮৮৮ প্রসেসর ব্যবহার করা হবে। পাশাপাশি ওয়ানপ্লাস এর সিইও, পিট লাউ (Pete Lau) আজ জানিয়েছেন, OnePlus 9 Pro ফোনটি ওয়্যার্ড (তারযুক্ত) ও ওয়্যারলেস চার্জিংয়ে যথাক্রমে ২৯ মিনিট ও ৪৩ মিনিটে ফুল চার্জ হয়ে যাবে।

ওয়ানপ্লাস এর একটি টুইট রিটুইট করে আজ কোয়ালকম জানিয়েছেন, 5G স্মার্টফোন, OnePlus 9 এর লঞ্চের জন্য তারা উত্তেজিত। এই ফোনটি স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসরের সাথে আসবে। ফোনটি দুর্দান্ত গেমিং ও ফটোগ্রাফি ফিচার অফার করবে। এর আগে সার্টিফিকেশন সাইটগুলি থেকে নিশ্চিত হয়েছিল OnePlus 9 Pro ফোনে থাকবে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর। সেক্ষেত্রে এই সিরিজের প্রথম দুটি ফোনে যে কোয়ালকমের লেটেস্ট প্রসেসর ব্যবহার করা হবে সে বিষয়ে আর সন্দেহ থাকলো না।

এদিকে ওয়ানপ্লাস এর সিইও, পিট লাউ (Pete Lau) আজ জানিয়েছেন, ওয়ানপ্লাস ৯ প্রো ফোনে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি থাকবে। এই ব্যাটারি ওয়্যার্ড (তারযুক্ত) চার্জে ২৯ মিনিটে ফুল চার্জ হবে। আবার ওয়্যারলেস চার্জিংয়ে ফুল চার্জ হতে সময় নেবে ৪৩ মিনিট। প্রসঙ্গত আগেই জানা গিয়েছিল OnePlus 9 Pro ফোনে ৬৫ ওয়াট ওয়্যার্ড ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।

আপনি যদি এখনও OnePlus 9 Pro স্পেসিফিকেশন না জেনে থাকেন তাহলে বলি, এই ফোনে ৬.৭ ইঞ্চি WQHD+ (৩২১৬ x ১৪৪০ পিক্সেল) কার্ভড AMOLED ডিসপ্লে থাকবে। এছাড়াও এটি ১-১২০ হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট LTPO ডিসপ্লে সহ আসবে। যাকে ওয়ানপ্লাস নাম দিয়েছে Smart 120Hz। এই ডিসপ্লের HDR10+ সার্টিফিকেশন প্রাপ্ত হবে। আবার ফোনটি ১২ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে।

এই ওয়ানপ্লাস ৯ প্রো ফোনের পিছনে থাকবে হ্যাসেলব্ল্যাড ব্র্যান্ডিং এর কোয়াড ক্যামেরা। এই ক্যামেরাগুলি হবে সনির ৪৮ মেগাপিক্সেল IMX789 প্রাইমারি সেন্সর ও সনির ৫০ মেগাপিক্সেল IMX766 আল্ট্রাওয়াইড লেন্স,  ৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্স ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। ফোনটি মর্নিং মিস্ট, অ্যাস্ট্রাল ব্ল্যাক ও পাইন গ্রিন কালার অপশনে উপলব্ধ হবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন