OnePlus 9 ও OnePlus 9R আজ প্রথমবার আকর্ষণীয় অফারের সাথে কেনার সুযোগ

OnePlus 9 এবং OnePlus 9R আজ ভারতে প্রথম বার কেনা যাবে। যদিও কেবল Amazon এর প্রাইম মেম্বার ও রেড কেবল ক্লাব মেম্বারদের জন্য এই সেল আয়োজন…

OnePlus 9 এবং OnePlus 9R আজ ভারতে প্রথম বার কেনা যাবে। যদিও কেবল Amazon এর প্রাইম মেম্বার ও রেড কেবল ক্লাব মেম্বারদের জন্য এই সেল আয়োজন করা হয়েছে। দুপুর ১২টা থেকে অনুষ্ঠিত এই সেলে ক্রেতারা ব্যাংক অফারের ফায়দা তুলতে পারবেন। আগামীকাল অর্থাৎ ১৫ এপ্রিল সমস্ত ক্রেতাদের জন্য কোন দুটি উপলব্ধ হবে। ওয়ানপ্লাস ৯ ও ওয়ানপ্লস ৯এ ফোন দুটিতে আছে স্ন্যাপড্রাগন ৮০০ সিরিজের প্রসেসর, হাই রিফ্রেশ রেট ও ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও ফাস্ট চার্জিং সাপোর্ট।

OnePlus 9 এবং OnePlus 9R এর সেল, দাম ও অফার

ওয়ানপ্লাস ৯ ফোনটি দুটি স্টোরেজ সহ ভারতে এসেছে। যেগুলি হল ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ। এই দুই ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৪৯,৯৯৯ টাকা ও ৫৪,৯৯৯ টাকা। ফোনটি আর্কটিক স্কাই, অ্যাস্ট্রাল ব্ল্যাক এবং উইন্টার মিস্ট কালারের সাথে এসেছে।

অন্যদিকে, ওয়ানপ্লাস ৯আর এর দাম শুরু হয়েছে ৩৯,৯৯৯ টাকা থেকে। এই মূল্য ফোনটির ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের। আবার এর ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট পাওয়া যাবে ৪৩,৯৯৯ টাকায়। ফোনটি দুটি কালারে পাওয়া যাবে- লেক ব্লু ও কার্বন ব্ল্যাক।

OnePlus 9 এবং OnePlus 9R আজ Amazon ও Oneplus.in থেকে কেনা যাবে। লঞ্চ অফারের কথা বললে, SBI ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা দুটি ফোনের ওপর যথাক্রমে ৩,০০০ টাকা ও ২,০০০ টাকা ডিসকাউন্ট পাবেন। এই অফার ইএমআই ট্রানজাকশনের ক্ষেত্রেও প্রযোজ্য। শুধু তাই নয়, American Express কার্ডধারীদের ১০ শতাংশ ক্যাশব্যাক দেওয়া হবে ফোন দুটি কিনলে। এছাড়া নো কস্ট ইএমআই এর সুবিধা তো রয়েইছে।

OnePlus 9 এর স্পেসিফিকেশন

ডুয়েল সিমের ওয়ানপ্লাস ৯ ফোনে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন সহ ৬.৫৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস ( ১০৮০ x ২৪০০ পিক্সেল) Fluid AMOLED ডিসপ্লে। OnePlus 9 ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড অক্সিজেনওএস ১১ কাস্টম ওএসে চলবে। এই ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর।

ক্যামেরার কথা বললে, ওয়ানপ্লাস ৯ ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৪৮ মেগাপিক্সেল Sony IMX689 প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল Sony IMX766 সেন্সর যুক্ত আলট্রা ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল মনোক্রোম ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য এতে এফ/২.৪ অ্যাপারচার সহ ১৬ মেগাপিক্সেল Sony IMX471 সেন্সর দেওয়া হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪,৫০০ এমএএইচ ডুয়েল সেল ব্যাটারি আছে। যার সাথে ৬৫ ওয়াট র‌্যাপ চার্জ সাপোর্ট করবে। এছাড়াও ফোনটির অন্যান্য ফিচারের মধ্যে পাওয়া যাবে ডলবি অ্যাটমস সাপোর্ট সহ ডুয়েল স্টেরিও স্পিকার, ইউএসবি টাইপ সি পোর্ট, ব্লুটুথ ৫.২, এনএফসি, ফেস আনলক, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

OnePlus 9R এর স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস ৯আর অ্যান্ড্রয়েড ১১ বেসড অক্সিজেনওএস ১১ কাস্টম ওএসে চলবে। ও ওয়ানপ্লাস ৯ ফোনে আছে কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫৫ ইঞ্চি ৬.৫৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস ( ১০৮০ x ২৪০০ পিক্সেল) Fluid ডিসপ্লে। এই ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অবস্থিত। আবার ডিসপ্লের ডিজাইন পাঞ্চ হোল, যার কাটআউটের মধ্যে ১৬ মেগাপিক্সেল Sony IMX471 সেন্সর দেওয়া হয়েছে।

OnePlus 9R ফোনে ব্যবহার করা হয়েছে এড্রেনো ৬৫০ জিপিইউ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর। এই ফোনটি ৪,৫০০ এমএএইচ ডুয়েল সেল ব্যাটারি সহ এসেছে। এর সাথে ৬৫ ওয়াট র‌্যাপ চার্জ সাপোর্ট করবে।

ফটোগ্রাফির জন্য ওয়ানপ্লাস ৯আর ফোনের পিছনে কোয়াড ক্যামেরা উপস্থিত। এই ক্যামেরাগুলি হল এফ/১.৭ অ্যাপারচার সহ ৪৮ মেগাপিক্সেল Sony IMX586 প্রাইমারি সেন্সর, ১২৩ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ ১৬ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স, ৫ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স ও ২ মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর। ফোনটির ওজন ১৮৯ গ্রাম।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন