৯,০০০ টাকারও বেশি ছাড় মিলছে OnePlus 9 ফোনে, সাথে রয়েছে আরো নানা সস্তা অফারের সুবিধা

আকছার বিভিন্ন সেলে আমরা আমরা নামী দামী ব্র্যান্ডের স্মার্টফোনে সাশ্রয়ী অফার পেয়ে থাকি। কিন্তু এখন ভারতীয় বাজারে OnePlus 9 (ওয়ানপ্লাস ৯) ফোনের দাম বেশ সস্তা…

আকছার বিভিন্ন সেলে আমরা আমরা নামী দামী ব্র্যান্ডের স্মার্টফোনে সাশ্রয়ী অফার পেয়ে থাকি। কিন্তু এখন ভারতীয় বাজারে OnePlus 9 (ওয়ানপ্লাস ৯) ফোনের দাম বেশ সস্তা হয়ে গেছে। হ্যাসেলব্লাড (Hasselblad) ক্যামেরাযুক্ত এই স্মার্টফোনটি এখন OnePlus 9RT (ওয়ানপ্লাস ৯ আরটি)-এর থেকেও সস্তায় পাওয়া যাবে। দামের ওপর ছাড় ছাড়াও, এর সাথে বিভিন্ন ধরণের অফার মিলবে। মূলত OnePlus 10 Pro লঞ্চের পর, OnePlus 9-এর দাম কমানো হয়েছে বলে মনে হচ্ছে। এখন আসুন এই OnePlus 9-এর নতুন দাম এবং অফারগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

OnePlus 9 ফোনের নতুন দাম

দাম কমার পর, ওয়ানপ্লাস ৯-এর ৮ জিবি+১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এখন ৪০,৫৯৯ টাকায় এবং ১২ জিবি+২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ৪৫,৫৯৯ টাকায় কেনা যাবে। ক্রেতারা এগুলির অ্যাস্ট্রাল ব্ল্যাক, আর্কটিক স্কাই এবং উইন্টার মিস্ট রঙের বিকল্প পাবেন। এক্ষেত্রে এসবিআই (SBI)-এর ক্রেডিট কার্ড দিয়ে ফোন কিনলে অতিরিক্ত ৫,০০০ টাকা ছাড় পাওয়া যাবে। এছাড়াও, এর সাথে স্পটিফাই (Spotify)-এর প্রিমিয়াম সাবস্ক্রিপশন তিন মাসের জন্য পাওয়া যাবে। মিলবে ৪,০০০ টাকার এক্সচেঞ্জ অফারও। এই প্রসঙ্গে বলে রাখি, ওয়ানপ্লাস ৯ আরটি মডেলের ৮ জিবি+১২৮ জিবি এবং জিবি+২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৪২,৯৯৯ টাকা এবং ৪৬,৯৯৯ টাকা।

উল্লেখ্য, ওয়ানপ্লাস ৯ ফোনটির ৮ জিবি+১২৮ জিবি সংস্করণ গত বছর ৪৯,৯৯৯ টাকায় ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছিল। এক্ষেত্রে ১২ জিবি+২৫৬ জিবি মডেলের দাম ছিল ৫৪,৯৯৯ টাকা। তাই ফোনগুলি যে এখন বেশ অনেকখানি সস্তায় মিলছে তা আলাদা করে আর বলার অপেক্ষা রাখে না।

OnePlus 9 ফোনের স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস ৯ ফোনে ৬.৫৫ ইঞ্চি ডিসপ্লে রয়েছে। সাথে রয়েছে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর। এছাড়া এই হ্যান্ডসেটে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। অন্যদিকে ফটোগ্রাফির জন্য এতে থাকবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন