একাধিক সমস্যার সমাধান নিয়ে নতুন OxygenOS 12 আপডেট OnePlus-এর চারটি ফোনে

গত মাসে OnePlus 9R, OnePlus 8, 8T, এবং OnePlus 8 Pro-এর জন্য OxygenOS 12 আপডেট রিলিজ হয়েছিল। কিন্তু ব্যবহারকারীরা...
techgup 16 April 2022 4:58 PM IST

গত মাসে OnePlus 9R, OnePlus 8, 8T, এবং OnePlus 8 Pro-এর জন্য OxygenOS 12 আপডেট রিলিজ হয়েছিল। কিন্তু ব্যবহারকারীরা উৎফুল্ল হওয়ার আগেই ওয়ানপ্লাস সাফ জানিয়ে দেয়, বেশ কিছু বাগের মুখোমুখি হতে পারেন তারা। আর হয়েছিলও তাই। সংশ্লিষ্ট হ্যান্ডসেটের ইউজারেরা গুচ্ছের সমস্যার সম্মুখীন হন। এবার সেগুলি সমাধানের লক্ষ্যে আরেকটি নতুন OxygenOS 12 আপডেট রোলআউটের পথে হাঁটল ওয়ানপ্লাস।

অক্সিজেনওএসের নতুন আপডেটটি Android 12 বেসড‌। বর্তমানে এটি ব্যাচ ধরে ভারতে রিলিজ হচ্ছে। ফিক্সের পাশাপাশি আপডেটটি সিস্টেমে স্টেবিলিটি আনছে। আগের আপডেটে গ্রাহকরা স্লো চার্জিং স্পিড নিয়ে অভিযোগ করেছিলেন। নয়া আপডেট সেটি সমাধানের প্রতিশ্রুতি দিয়েছে‌। তবে এতে এপ্রিলের সিকিউরিটি প্যাচ অর্ন্তভুক্ত করা হয়নি‌। নীচে চেঞ্জলগ রইল।

OnePlus 9R, OnePlus 8 সিরিজ চেঞ্জলগ

  • চার্জিং স্পিড অপ্টিমাইজেশন
  • ফোন কলের সময় নেটওয়ার্ক স্টেবিলিটি বৃদ্ধি
  • ফেস আনলক মাঝেমাঝে অকেজো হওয়ার সমস্যার সমাধান

এছাড়া, ক্যামেরা ইজ রানিং বলে প্রায়ই নোটিফিকেশন পাচ্ছিলেন ব্যবহারকারীরা। সেটাও ফিক্স করা হয়েছে। প্রতিবেদন পরার মাঝেই ওটিএ আপডেট পেয়ে যাওয়া উচিত৷ তবে এখন না এলেও চিন্তার কারণ নেই‌। কারণ ধীরে ধীরে প্রতিটি ফোনেই OxygenOS 12 আপডেটের নতুন সংস্করণটি পৌঁছে দেবে ওয়ানপ্লাস।

Show Full Article
Next Story