OnePlus 9T নিয়ে চর্চা শুরু, 108MP হ্যাসেলব্লেড ক্যামেরা সহ থাকতে পারে ColorOS 11 অ্যান্ড্রয়েড স্কিন

প্রতি বছর OnePlus দু’টি করে ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ লঞ্চ করে। প্রথমটির নামকরণের ক্ষেত্রে তারা গাণিতিক নম্বর অনুসরণ করে। আর সেই রীতিতে মার্চে OnePlus 9 সিরিজ বাজারে…

প্রতি বছর OnePlus দু’টি করে ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ লঞ্চ করে। প্রথমটির নামকরণের ক্ষেত্রে তারা গাণিতিক নম্বর অনুসরণ করে। আর সেই রীতিতে মার্চে OnePlus 9 সিরিজ বাজারে এসেছে। আবার OnePlus বছরের দ্বিতীয়ার্ধে ‘T’ সিরিজের স্মার্টফোনের ঘোষণা করে থাকে। ফলে চলতি বছর OnePlus 9T রূপে আমরা আরও ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ হতে দেখবো। কারণ শোনা যাচ্ছে গত বছরের ন্যায় এবছরও OnePlus 9T-কে সঙ্গ দেওয়ার জন্য Pro ভ্যারিয়েন্ট (OnePlus 9T Pro) লঞ্চ নাও হতে পারে।

পাশাপাশি একজন টিপস্টার দাবি করেছেন, ওয়ানপ্লাস ৯টি স্মার্টফোনে ওপ্পোর অ্যান্ড্রয়েড স্কিন কালারওএস ১১ প্রিইনস্টল থাকবে। তিনি এও জানিয়েছেন, ওয়ানপ্লাস ৯টি, ১০৮ মেগাপিক্সেল হ্যাসেলব্লাড (Hasselblad) কোয়াড ক্যামেরা সিস্টেমের সাথে আসবে। টিপস্টারের মতে, ওয়ানপ্লাস ৯টি এই বছরের তৃতীয় ত্রৈমাসিকে লঞ্চ হবে।

https://twitter.com/imailisa0825/status/1411014410877890561

OnePlus 9T স্পেসিফিকেশন

এক চাইনিজ টিপস্টারের মতে, ওয়ানপ্লাস ৯টি-তে এলটিপিও স্যামসাং ই৪ ফ্লেক্সিবেল ডিসপ্লে থাকবে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন ও ১২০ হার্টজ ভ্যারিয়েবল রিফ্রেশ সাপোর্ট করবে। অর্থাৎ কনটেন্টের নির্ভর করে রিফ্রেশ রেট পরিবর্তনশীল হবে।

ফলে OnePlus 9 Pro বা Samsung Galaxy S20 Ultra মতো ফটো দেখা বা টেক্সট পড়ার জন্য OnePlus 9T-এর স্ক্রিন রিফ্রেশ রেট ১ হার্টজে নেমে আসবে। আবার স্মুথ স্ক্রোলিং করার সময় রিফ্রেশ রেট ১২০ হার্টজে পৌঁছবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন