চার বছর পরেও নতুনের মতো কাজ করবে স্মার্টফোন, বড় চমক নিয়ে হাজির OnePlus
ওয়ানপ্লাস চলতি সপ্তাহেই তাদের পরর্বতী Ace 3 সিরিজের স্মার্টফোন, OnePlus Ace 3 Pro লঞ্চ করতে চলেছে। আগামী ২৭ জুন চীনে...ওয়ানপ্লাস চলতি সপ্তাহেই তাদের পরর্বতী Ace 3 সিরিজের স্মার্টফোন, OnePlus Ace 3 Pro লঞ্চ করতে চলেছে। আগামী ২৭ জুন চীনে আনুষ্ঠানিক লঞ্চের আগে স্মার্টফোনটি সম্পর্কে নানা তথ্য অনলাইনে প্রকাশিত হচ্ছে। আর কোম্পানি দ্বারা প্রকাশিত লেটেস্ট প্রোমোশনাল টিজারগুলি OnePlus Ace 3 Pro ফোনের প্রসেসিং ক্ষমতা, মেমরি ম্যানেজমেন্ট এবং গেমিং ক্ষমতাগুলিকে হাইলাইট করে৷ এই আপকামিং ওয়ানপ্লাস ফোনটির সম্পর্কে কি কি তথ্য এখন পর্যন্ত জানা গেছে, আসুন দেখে নেওয়া যাক।
OnePlus Ace 3 Pro ফোনের স্পেসিফিকেশন (প্রত্যাশিত)
ওয়ানপ্লাস নিশ্চিত করেছে যে, আসন্ন ওয়ানপ্লাস এস ৩ প্রো ২৪ জিবি এলপিডিডিআর৫এক্স র্যামের সাথে আসবে। কোম্পানির মতে, এটি ব্যবহারকারীদের রিফ্রেশ করার প্রয়োজন ছাড়াই ৭২ ঘন্টার জন্য ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লিকেশন চালানোর অনুমতি দেবে। এর স্টোরেজ বিকল্পগুলি ১ টিবি ইউএফএস ৪.০ পর্যন্ত যাবে এবং কোম্পানির দাবি এটি চার বছর ব্যবহারের পরেও মসৃণ কর্মক্ষমতা নিশ্চিত করবে।
ওয়ানপ্লাস এস ৩ প্রো কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেটে চলবে এবং এই ডিভাইসটি আনটুটু (AnTuTu) বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে ২৩,২৬,৬৫৯ পয়েন্ট অর্জন করেছে। ডিভাইসটি ওয়ানপ্লাসের সেল্ফ ডেভেলপ করা টাইডাল আর্কিটেকচারকেও কাজে লাগাবে। এই প্রযুক্তিটি সর্বপ্রথম ওয়ানপ্লাস এস ৩ভি মডেলে দেখা গিয়েছিল, যা সর্বোচ্চ স্তরে কাজ করার জন্য চিপ পারফরম্যান্সকে অপ্টিমাইজ করে।
এর পাশাপাশি, টিজারগুলি OnePlus Ace 3 Pro ফোনের গেমিং ক্ষমতাগুলিকেও তুলে ধরেছে৷ কোম্পানি দাবি করেছে যে, ফোনটি সর্বোচ্চ রেজোলিউশনে গেম চালানোর সময়ও জেনশিন ইমপ্যাক্ট (Genshin Impact)-এ ৫৯.৭ ফ্রেম প্রতি সেকেন্ড (FPS) এর ফ্রেম রেট বজায় রাখতে পারে। এছাড়াও, ওয়ানপ্লাস গেমপ্লে চলাকালীন মাল্টিটাস্কিং পরিচালনা করার জন্য ফোনের ক্ষমতার ওপর জোর দেয়। পারফরম্যান্সে কোনও অবনতি না হওয়ায় জেনশিন ইমপ্যাক্ট খেলার সময় ফোন কলে অনায়াসে কথাও বলা যেতে পারে বলে জানা গেছে। এছাড়া, ফোনটি ১০০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ বিশাল ৬,১০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে। এতে ১.৫কে রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং একটি ইন্টিগ্রেটেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ ৬.৭৮ ইঞ্চির বিওই এস১ (BOE S1) কার্ভড-এজ ডিসপ্লে থাকবে।
ফটোগ্রাফির জন্য, OnePlus Ace 3 Pro হ্যান্ডসেটের রিয়ার ক্যামেরা সেটআপে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ ৫০ মেগাপিক্সেলের Sony LYT-800 প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স অন্তর্ভুক্ত থাকতে পারে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। OnePlus Ace 3 Pro ফোনের পাশাপাশি OnePlus Pad Pro ট্যাবলেট, OnePlus Watch 3 স্মার্টওয়াচ এবং OnePlus Buds 3 ইয়ারবাডও লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।
COPYRIGHT 2024
Powered By Blinkcms