৪ বছরে একটুও নষ্ট হবে না ব্যাটারির কার্যক্ষমতা, OnePlus Ace 3 Pro ফোনে থাকছে নতুন ব্যাটারি প্রযুক্তি

OnePlus বর্তমানে তাদের হোম মার্কেটে নতুন OnePlus Ace 3 Pro ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। উল্লেখযোগ্য বিষয় হল, পাওয়ার ব্যাকআপের জন্য এতে নতুন প্রযুক্তির…

Oneplus-Ace-3-Pro-To-Launch-Glacier-Technology-Battery-What-Does-It-Mean

OnePlus বর্তমানে তাদের হোম মার্কেটে নতুন OnePlus Ace 3 Pro ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। উল্লেখযোগ্য বিষয় হল, পাওয়ার ব্যাকআপের জন্য এতে নতুন প্রযুক্তির শক্তিশালী ৬,১০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হবে। এক্ষেত্রে সংস্থাটি দাবি করেছে যে, একটানা ৪ বছর ব্যবহারের পরও আসন্ন হ্যান্ডসেটে থাকা নয়া Glacier ব্যাটারির কার্যক্ষমতা একটুও নষ্ট হবে না।

প্রসঙ্গত OnePlus ইতিমধ্যেই ডিভাইসটির লঞ্চের তারিখ ঘোষণা করেছে। OnePlus Ace 3 Pro স্মার্টফোন চলতি মাসের শেষ সপ্তাহে অর্থাৎ ২৭শে জুন আত্মপ্রকাশ করবে। যার মানে একই তারিখে নতুন ব্যাটারি প্রযুক্তিও লঞ্চ হবে। নীচে এই বিষয়ে বিস্তারে আলোচনা করা হল।

নতুন OnePlus Glacier ব্যাটারির বিবরণ

আসন্ন OnePlus Ace 3 Pro ফ্ল্যাগশিপ মডেলে নতুন প্রযুক্তির গ্লেসিয়ারের ব্যাটারি ব্যবহার করা হবে, যা লিথিয়াম-আয়ন ব্যাটারির চেয়ে অনেকটাই হালকা হবে বলে জানা গেছে। রেগুলার ব্যাটারির তুলনায় গ্লেসিয়ার ব্যাটারি অধিক টেকসই হবে। এই ব্যাটারি ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এক্ষেত্রে সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে যে, গ্লেসিয়ার ব্যাটারি ফাস্ট চার্জিং অ্যাডাপ্টারের মাধ্যমে কেবল ৩৬ মিনিটে ডিভাইসকে ১-১০০% পর্যন্ত চার্জ করতে সমর্থ।

OnePlus Ace 3 Pro ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

সম্প্রতি OnePlus Ace 3 Pro ফোনের কিছু মুখ্য ফিচার অনলাইনে ফাঁস হয়েছে। জানা গেছে, ডিভাইসটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭৮-ইঞ্চি ১.৫কে LTPO ডিসপ্লে সহ আসবে। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন প্রসেসর দ্বারা চালিত হবে, যার সাথে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত থাকবে। এই হ্যান্ডসেটে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এই ক্যামেরাগুলি – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স + ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর হতে পারে। ডিভাইসে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা মিলবে। মনে করা হচ্ছে, ভারতে OnePlus Ace 3 Pro স্মার্টফোনের দাম সম্ভবত ৩৯,০০০ টাকা থেকে শুরু হবে।

প্রসঙ্গত এই ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটের সাথে সংস্থাটি – OnePlus Watch 3 ওয়্যারেবল, OnePlus Buds 3 ইয়ারবাডস, এবং OnePlus Pad Pro ট্যাবলেটও ২৭শে জুন লঞ্চ করবে বলে নিশ্চিত করেছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন