OnePlus Ace 5: বাপরে! ওয়ানপ্লাসের নয়া ফোনে 6200mah ব্যাটারি ও 100W চার্জিং

ডিজিটাল চ্যাট স্টেশন তার উইবো পোস্ট জানিয়েছে যে, ওয়ানপ্লাস এস ৫ ফোনে ৬.৭৮ ইঞ্চি ৮টি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে দিতে থাকবে।

SUMAN 5 Aug 2024 1:14 PM IST

ওয়ানপ্লাস তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। সংস্থার এই আসন্ন ফোনগুলির নাম ওয়ানপ্লাস এস ৫ ও এস ৫ প্রো। ফোনগুলির লঞ্চের তারিখ যদিও এখনও সামনে আসেনি। তবে গত সপ্তাহে টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন জানিয়েছিলেন, চলতি বছরের শেষের দিকে এই ফোনগুলি লঞ্চ হবে। পাশাপাশি তিনি ওয়ানপ্লাস এস ৫ এর স্পেসিফিকেশন ফাঁস করেছেন।

ওয়ানপ্লাস এস ৫ এর ফাঁস হওয়া স্পেসিফিকেশন

ডিজিটাল চ্যাট স্টেশন তার উইবো পোস্ট জানিয়েছে যে, ওয়ানপ্লাস এস ৫ ফোনে ৬.৭৮ ইঞ্চি ৮টি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে দিতে থাকবে। এই ডিসপ্লেটি ১.৫কে রেজোলিউশন অফার করবে এবং এর ডিজাইন মাইক্রো কার্ভেচার হবে। স্মার্টফোনটির র‌্যাম ও ইন্টারনাল মেমোরি সম্পর্কে জানা যায়নি। তবে টিপস্টারের মতে এই ফোনে স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর থাকবে।

ওয়ানপ্লাসের এই ডিভাইসে ৬,২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। এই ব্যাটারি ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনের ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দিতে চলেছে সংস্থা। এছাড়া এতে অ্যালার্ট স্লাইডারও দেখতে পাবেন। হ্যান্ডসেটটির বাকি ফিচার এখনও অজানা।

চলতি সপ্তাহেই লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস ওপেন অ্যাপেক্স এডিশন

ওয়ানপ্লাস ওপেন অ্যাপেক্স এডিশন ৭ আগস্ট ভারত সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে। ফোনটি ক্রিমসন শ্যাডো সহ ভেগান লেদার ভ্যারিয়েন্টে আসতে পারে। এর বেশিরভাগ ফিচার এবং স্পেসিফিকেশন ওয়ানপ্লাস ওপেন এর মতো হবে। ফোল্ডেবল ডিভাইসটির স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টে আছে ৭.৮২ ইঞ্চির ২কে ফ্লেক্সি-ফ্লেক্সি-ফ্লুইড এলটিপিও ৩.০ অ্যামোলেড প্রাইমারি ডিসপ্লে। এর ২কে সেকেন্ডারি ডিসপ্লের সাইজ ৬.৩১ ইঞ্চি। ফোনটির প্রধান ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা ৩২ মেগাপিক্সেল।

Show Full Article
Next Story