মিলবে দুর্দান্ত নেটওয়ার্ক কাভারেজ, OnePlus Ace Pro আসছে N28 5G সিগন্যাল সাপোর্টের সাথে
জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ওয়ানপ্লাস আগামীকাল, ৩ আগস্ট হোম মার্কেট চীনে তাদের নতুন OnePlus Ace Pro হ্যান্ডসেটটির ওপর...জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ওয়ানপ্লাস আগামীকাল, ৩ আগস্ট হোম মার্কেট চীনে তাদের নতুন OnePlus Ace Pro হ্যান্ডসেটটির ওপর থেকে পর্দা সরাতে চলছে। এই ফ্ল্যাগশিপ-গ্রেডের ডিভাইসটি আবার গ্লোবাল মার্কেটে OnePlus 10T হিসেবে আত্মপ্রকাশ করবে বলে জানা গেছে। Ace সিরিজের এই 'Pro' মডেলটির সম্পর্কে ইতিমধ্যেই বিভিন্ন রিপোর্ট এবং লিক থেকে একাধিক তথ্য সামনে এসেছে। আর এখন অফিসিয়াল লঞ্চের মাত্র একদিন আগে, কোম্পানি OnePlus Ace Pro-এর একটি টিজার পোস্টার শেয়ার করেছে, যা হ্যান্ডসেটটির সিগন্যাল ক্ষমতা সম্পর্কে বিশদ বিবরণ প্রকাশ করেছে। আসুন জেনে নেওয়া যাক OnePlus Ace Pro ক্রেতাদের ঠিক কি কি অফার করতে চলেছে।
প্রকাশ্যে এল OnePlus Ace Pro-এর সিগন্যাল ক্ষমতা সংক্রান্ত তথ্য
ওয়ানপ্লাস সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে ওয়ানপ্লাস এস প্রো-এর একটি নতুন টিজার পোস্টার। এই পোস্টারটি নিশ্চিত করেছে যে, আসন্ন ওয়ানপ্লাস ফোনটি এন২৮ ৫জি (n28 5G) সিগন্যালের সাপোর্ট সহ আসবে, যার একটি বিস্তৃত কভারেজ এরিয়া এবং অন্যান্য ৫জি ফ্রিকোয়েন্সি ব্যান্ডের তুলনায় আরও শক্তিশালী ওয়াল পেনিট্রেশন ক্ষমতা রয়েছে। ফোনটিতে বিল্ট-ইন চারটি এন২৮ অ্যান্টেনা রয়েছে, অর্থাৎ ডিভাইসটি ঘরের ভিতরে, আন্ডারগ্রাউন্ড গ্যারেজে, শহরতলিতে এবং অন্যান্য বেশ কিছু স্থানে আরও ভাল ৫জি সংযোগের অভিজ্ঞতার জন্য একসঙ্গে চারটি এন২৮ সংকেত গ্রহণ করতে পারে।
এছাড়াও, ওয়ানপ্লাসের শেয়ার করা টিজারে আরও দাবি করা হয়েছে যে, ওয়ানপ্লাস এস প্রো স্মার্টফোনের এন২৮ ৫জি নেটওয়ার্কের গতি দ্বিগুন হবে এবং সিগন্যাল গ্রহণযোগ্যতার সীমা ১.৯৬ গুণ বৃদ্ধি পাবে, আর অ্যান্টি-ইন্টারফেস ক্ষমতা দুই গুণ বৃদ্ধি করা হবে।
ওয়ানপ্লাস এস প্রো-এর সম্ভাব্য স্পেসিফিকেশন (OnePlus Ace Pro Expected Specifications)
সংস্থা ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে, ওয়ানপ্লাস এস প্রো-তে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৭২০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সহ ৬.৭ ইঞ্চির ফুল এইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে। এই ফোনের স্ক্রিনে এইচডিআর১০+ সাপোর্ট করবে এবং এটি ১.০৭ বিলিয়ন রঙ উৎপাদন করতে সক্ষম হবে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ ফ্ল্যাগশিপ চিপসেট দ্বারা চালিত হবে এবং এতে একটি আট-চ্যানেলের ভেপার চেম্বার অন্তর্ভুক্ত থাকবে।
ক্যামেরা সেগমেন্টে, OnePlus Ace Pro-এ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৬৬ প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা দ্বারা গঠিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখতে পাওয়া যাবে। এছাড়াও ফোনের সামনে সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা অবস্থান করবে। পাওয়ার ব্যাকআপের জন্য, OnePlus Ace Pro ৪,৮০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।