OnePlus এর সস্তা ফোন প্রেমীদের জন্য দুঃসংবাদ, পাবেন না অ্যালার্ট স্লাইডার

জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা ওয়ানপ্লাস ২০১৫ সালে তাদের OnePlus 2 হ্যান্ডসেটে প্রথমবারের জন্য আইকনিক অ্যালার্ট স্লাইডারটি যুক্ত করেছিল। এই বিশেষ ফিচারটি ক্রেতাদের বিশেষভাবে আকর্ষিত করেছিল এবং…

জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা ওয়ানপ্লাস ২০১৫ সালে তাদের OnePlus 2 হ্যান্ডসেটে প্রথমবারের জন্য আইকনিক অ্যালার্ট স্লাইডারটি যুক্ত করেছিল। এই বিশেষ ফিচারটি ক্রেতাদের বিশেষভাবে আকর্ষিত করেছিল এবং তারপর থেকে ওয়ানপ্লাস তাদের প্রায় সব ডিভাইসেই অ্যালার্ট স্লাইডার প্রদান করে। যদিও ওয়ানপ্লাস এবং ওপ্পো (Oppo) একত্রিত হওয়ার পরে, ব্র্যান্ডের অনেক হ্যান্ডসেটেই এখন অ্যালার্ট স্লাইডারের অভাব দেখা যাচ্ছে। আর এর সূত্র ধরেই এক নির্ভরযোগ্য টিপস্টার এখন দাবি করেছেন যে, ভবিষ্যতে ওয়ানপ্লাসের সিংহভাগ ফোনেই আর অ্যালার্ট স্লাইডারটি দেখতে পাওয়া যাবে না।

OnePlus-এর থেকে কি চিরতরে বাদ পড়বে অ্যালার্ট স্লাইডার?

সাম্প্রতিক সময়ে লঞ্চ হওয়া ওয়ানপ্লাসের বেশিরভাগ মিড এবং লোয়ার-এন্ড স্মার্টফোনগুলি আসলে ওপ্পো নির্মিত ডিভাইসেরই রিব্র্যান্ডেড সংস্করণ ছিল। আর ওপ্পোর ওই ফোনগুলিতে অ্যালার্ট স্লাইডার না থাকার কারণে ওয়ানপ্লাস ব্র্যান্ডের অধীনে আসা মডেলগুলি থেকেও বাদ পড়ে এটি। যদিও, ওয়ানপ্লাস এস/ ওয়ানপ্লাস ১০আর বাজারে লঞ্চ হওয়ার পর অনেক গ্রাহকই বিভ্রান্ত হয়ে পড়েছিলেন, কারণ এটি প্রিমিয়াম মিড-রেঞ্জ ডিভাইস হওয়া সত্ত্বেও এতে অ্যালার্ট স্লাইডার যুক্ত নেই।

যারপর আজ টিপস্টার যোগেশ ব্রার তার সাম্প্রতিক একটি টুইটে প্রকাশ করেছেন যে, এখন থেকে অ্যালার্ট স্লাইডার সহ খুব কম ডিভাইসই বাজারে উন্মোচিত হতে পারে। টিপস্টারের মতে, সম্প্রতি লঞ্চ হওয়া OnePlus Nord 2T-ই ছিল সর্বশেষ মিড-রেঞ্জ ডিভাইস, যা অ্যালার্ট স্লাইডার বহন করে। তবে এটি শুধুমাত্র ওপ্পোর কিছু ফ্ল্যাগশিপ রেঞ্জের ‘Pro’ মডেলে অফার করা হবে বলে জানা গেছে।

সুতরাং, বোঝাই যাচ্ছে যে ভবিষ্যতে গ্রাহকদের অ্যালার্ট স্লাইডার ব্যবহার করবার জন্য মোটা অঙ্কের টাকাই খরচ করতে হবে, কেননা বাজেট কিংবা মিড রেঞ্জের ফোন থেকে এই ফিচারটির অস্তিত্ব মুছে যাওয়ার সম্ভাবনাই প্রবল ভাবে দেখা দিচ্ছে। যদিও কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে বিষয়ে আপাতত কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি সংস্থার তরফে। তবে হতে পারে ওয়ানপ্লাস এই ফিচারটিকে আরও বেশি এক্সক্লুসিভ রাখার চেষ্টা করছে। আবার এটাও হতে পারে যে, সংস্থা তাদের মিড-রেঞ্জ অফার হিসাবে রিব্র্যান্ডেড ওপ্পো ডিভাইসগুলি ব্যবহার করার কারণেই বাধ্য হয়েছে এটি বাদ দিতে।