OnePlus Buds N, OnePlus Cloud Ear Z2 চলতি সপ্তাহে লঞ্চ হচ্ছে, শুরু হল বুকিং

আগামী ২১ এপ্রিল চীনে আত্মপ্রকাশ করতে চলেছে OnePlus Buds N ইয়ারবাড এবং OnePlus Cloud Ear Z2 ইয়ারফোন। একই সাথে লঞ্চ হবে সংস্থার নতুন একটি স্মার্টফোন,…

আগামী ২১ এপ্রিল চীনে আত্মপ্রকাশ করতে চলেছে OnePlus Buds N ইয়ারবাড এবং OnePlus Cloud Ear Z2 ইয়ারফোন। একই সাথে লঞ্চ হবে সংস্থার নতুন একটি স্মার্টফোন, OnePlus Ace। এদিকে ভারতে এদের মধ্যে একটি নতুন ইয়ারফোন পা রাখতে চলেছে সম্ভবত ২৮ এপ্রিল। OnePlus Nord Buds নামের এই আসন্ন ইয়ারবাড OnePlus Buds N এর রিব্যাজড ভার্সন হতে পারে। একইভাবে গত মাসে ভারতে লঞ্চ হওয়া OnePlus Bullets Wireless Z2 ইয়ারফোনের রিব্যান্ডেড ভার্সন হল OnePlus Cloud Ear Z2 ইয়ারফোনটি। আত্মপ্রকাশের এক সপ্তাহ আগে থেকে সংস্থার তরফে দুটি নতুন ইয়ারফোনের প্রি-রিজারভেশন শুরু হয়েছে। ইতিমধ্যেই সংস্থার অনলাইন স্টোর, JD.com এবং Tmall, এই তিনটি জায়গা থেকে আগ্রহী ক্রেতারা প্রি-বুকিং করতে পারছেন ইয়ারফোন দুটি।

এখানে জানিয়ে রাখি, চীনা মাইক্রোব্লগিং সাইট উইবো-র মাধ্যমে ওয়ানপ্লাস নতুন দুটি ইয়ারফোনের লঞ্চের দিনক্ষণ সামনে এসেছে। সংস্থার তরফে প্রকাশিত টিজার পোস্টে জানানো হয়েছে, আগামী ২১ এপ্রিল স্থানীয় সময় রাত সাতটায় (ভারতীয় সময় বিকেল ৪.৩০) দেশীয় বাজারে ইয়ারফোন দুটি লঞ্চ করবে।

টিজার পোষ্টের মাধ্যমে আরও জানা গেছে, মুনলাইট হোয়াইট এবং টুইলাইট ব্ল্যাক এই দুটি কালারে আসতে চলেছে ইন-ইয়ার স্টেম লাইক ডিজাইনের ওয়ানপ্লাস বাডস এন ইয়ারফোনটি। অন্যদিকে, ওয়ানপ্লাস ক্লাউড ইয়ার জেড২ ইয়ারফোনটি নেকবান্ড স্টাইলের। এটি ব্ল্যাক এবং ব্লু শেডে উপলব্ধ হবে।

আগেই বলেছি, ওয়ানপ্লাস বাডস এন ইয়ারবাডটি রিব্র্যান্ডং করে ওয়ানপ্লাস নড বাডস নামে আনা হবে, যা আগামী ২৮ এপ্রিল ভারতীয় বাজারে আসতে চলেছে। পাশাপাশি , ওয়ানপ্লাস ক্লাউড জেড২ ইয়ারফোনটি গত মাসে ভারতে লঞ্চ হওয়া ওয়ানপ্লাস বুলেটস ওয়্যারলেস জেড২ এর রিব্যাজড সংস্করণ। এখানে জানিয়ে রাখি, নেকব্যান্ড স্টাইলের বুলেটস ওয়্যারলেস জেড২ ইয়ারফোনের চীনা ভ্যারিয়েন্টের দাম রাখা হতে হয়েছিল ১,৯৯৯ টাকা। এতে রয়েছে ১২.৪ এমএম ড্রাইভার এবং পাওয়ার ব্যাকআপের জন্য এতে ব্যবহৃত হয়েছে ২০০ এমএএইচ ব্যাটারি। সর্বোপরি, জল এবং ধুলো থেকে সুরক্ষা দিতে একটি IP55 রেটিং সহ এসেছে।