OnePlus Bullets Z2 ওয়্যারলেস নেকব্যান্ড ইয়ারফোন OnePlus 10 Pro ফোনের সাথে ভারতে আসছে

শীঘ্রই ভারতে আত্মপ্রকাশ করতে চলেছে OnePlus 10 Pro স্মার্টফোন। যদিও কোম্পানির তরফে এখনও লঞ্চের তারিখ নিশ্চিত করা হয়নি।...
techgup 15 March 2022 12:20 AM IST

শীঘ্রই ভারতে আত্মপ্রকাশ করতে চলেছে OnePlus 10 Pro স্মার্টফোন। যদিও কোম্পানির তরফে এখনও লঞ্চের তারিখ নিশ্চিত করা হয়নি। তবে ওয়ানপ্লাস আজ ঘোষণা করেছে যে, এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের সাথে চলতি মাসেই লঞ্চ হবে OnePlus Bullets Z2 ওয়্যারলেস নেকব্যান্ড ইয়ারফোন। আপকামিং ইয়ারফোনটি ২০২০ সালে এপ্রিল মাসে লঞ্চ হওয়া ওয়ানপ্লাস বুলেটস জেড ওয়্যারলেস ইয়ারফোনের উত্তরসূরী। জানা গেছে, OnePlus Bullets Z2 ৩০ ঘন্টা ব্যাটারি ব্যাকআপের সাথে আসতে চলেছে। চলুন ইয়ারফোনটি সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

OnePlus Bullets Z2 ওয়্যারলেস নেকব্যান্ড ইয়ারফোন ভারতে আসছে

Mysmartprice ওয়েবসাইটকে টিপস্টার ঈশান আগারওয়াল জানিয়েছেন, আসন্ন ওয়ানপ্লাস বুলেটস জেড ২ ওয়্যারলেস ইয়ারফোনটি ব্ল্যাক এবং হোয়াইট এই দুটি কালার অপশনে আসতে চলেছে। যদিও এখনো পর্যন্ত ইয়ারফোনটির দাম কিংবা লঞ্চের দিনক্ষণ সম্পর্কে কিছু জানা যায়নি। তবে রিপোর্ট অনুযায়ী, আগামী ২২ অথবা ২৪ মার্চ আত্মপ্রকাশ করতে চলেছে OnePlus 10 Pro স্মার্টফোন। সেক্ষেত্রে ওই একই দিনে ওয়ানপ্লাস ঔ ঢ়বুলেট জেড ২ ওয়্যারলেস ইয়ারফোনের ওপর থেকে পর্দা উঠবে।

OnePlus Bullets Z2 ওয়্যারলেস নেকব্যান্ড ইয়ারফোনের ফিচার

আগেই বলেছি, ওয়ানপ্লাস বুলেটস জেড ২ ওয়্যারলেস ইয়ারফোনটি নেকব্যান্ড স্টাইলে আসছে। উচ্চতর বেস ও দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি অফার করার জন্য এতে থাকবে ১২.৪ এমএম ডাইনামিক ড্রাইভার। এছাড়া একক চার্জে ইয়ারফোনটি ৩০ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম টু ডাউন ফ। টিপস্টার জানিয়েছেন, আসন্ন ইয়ারফোনটি ফাস্ট চার্জিং সাপোর্টসহ আসবে, যা মাত্র ১০ মিনিট চার্জে কুড়ি ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম অফার করবে।

যদিও এখনো পর্যন্ত জানা যায়নি দ্রুত কানেক্টিভিটির জন্য আপকামিং ইয়ারফোনটিতে ব্লুটুথের কোন ভার্সন দেওয়া হবে। উল্লেখ্য, এর পূর্বসূরী ওয়ানপ্লাস বুলেটস জেড ইয়ারফোনটি এসবিসি এবং এএসি ব্লুটুথ কোডেক সহ এলেও, এপিটিএক্স সাপোর্ট করে না। এছাড়া ইয়ারফোনটিতে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচার থাকবে কিনা তাও স্পষ্ট নয়। যদিও রিয়েলমি সংস্থার এইরকম বাজেট রেঞ্জের ইয়ারফোনে এএনসি ফিচার বর্তমান, যা বাইরের অবাঞ্ছিত আওয়াজ এড়াতে সাহায্য করে। এছাড়া অনুমান করা হচ্ছে পূর্বসূরীর মত এতেও কুইক সুইচ ফিচার উপলব্ধ হতে পারে। তদুপরি, জল এবং ধুলো থেকে সুরক্ষা দিতে OnePlus Bullets Z2 ওয়্যারলেস নেকব্যান্ড ইয়ারফোনটিকে IP55 রেটিং দেওয়া হয়েছে।

Show Full Article
Next Story