ওয়ানপ্লাসের উপহার! কেবল 4500 টাকায় বাড়ি নিয়ে যান OnePlus 11 5G, OnePlus Pad এবং OnePlus Buds Pro 2

OnePlus তার গ্রাহকদের জন্য একটি নতুন অফার নিয়ে এসেছে, যার নাম OnePlus Ensemble। এখানে একটি ইএমআই-এ তিনটি ডিভাইস কেনা...
techgup 9 Aug 2023 10:50 PM IST

OnePlus তার গ্রাহকদের জন্য একটি নতুন অফার নিয়ে এসেছে, যার নাম OnePlus Ensemble। এখানে একটি ইএমআই-এ তিনটি ডিভাইস কেনা যাবে। এই তিনটি ডিভাইস হল - OnePlus 11 5G, OnePlus Pad এবং OnePlus Buds Pro 2 অন্তর্ভুক্ত করেছে। আর OnePlus-এর এই অফারের অধীনে আপনি ৪৫০০ টাকা মাসিক কিস্তি দিয়ে ডিভাইস তিনটি বাড়ি নিয়ে আসতে পারবেন।

OnePlus Ensemble-এর দাম?

ওয়ানপ্লাসের এই বান্ডিল স্কিমটির মূল্য ধার্য করা হয়েছে ১,০৭,৯৯৭ টাকা। আর আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট, ডেবিট কার্ড বা ওয়ানকার্ড ব্যবহার করলে পাওয়া যাবে ৪০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট।

এছাড়াও ক্রেতারা আইসিআইসিআই, অ্যাক্সিস, সিটি, এসবিআই, এইচডিএফসি ব্যাঙ্ক এবং ওয়ানকার্ড-এর ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে লেনদেনে ২৪ মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই-এর সুবিধা পেতে পারেন।

ক্রেতারা অনলাইনের সাথে অফলাইনেও এই সুবিধাটি পেতে পারবেন

এই স্কিমটি ওয়ানপ্লাসের ছয়টি এক্সপেরিয়েন্স স্টোরেও পাওয়া যাবে। যেগুলি হলো, ওয়ানপ্লাস বুলেভার্ড বেঙ্গালুরু, ওয়ানপ্লাস নিজাম প্যালেস হায়দ্রাবাদ, ওয়ানপ্লাস এক্সপেরিয়েন্স স্টোর (ফিনিক্স মল) চেন্নাই, ওয়ানপ্লাস এক্সপেরিয়েন্স স্টোর (হাই স্ট্রিট ফিনিক্স) মুম্বাই, ওয়ানপ্লাস এক্সপেরিয়েন্স স্টোর (পার্কস্ট্রিট) কলকাতা এবং ওয়ান প্লাস এক্সপেরিয়েন্স স্টোর (ফিনিক্স প্যালাসিও) লখনউ।

OnePlus এর কোন কোন ভ্যারিয়েন্টগুলি এই বিশেষ অফারের অংশ?

OnePlus 11 5G - ১৬ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এই ফোনটির দাম ৬১,৯৯৯ টাকা। আর ক্রেতারা ইটারনাল গ্রিন রঙে এটি কিনতে পারবেন।

OnePlus Pad - এই ডিভাইসটি হ্যালো গ্রিন রঙে এসেছে। আর এই ট্যাবলেটটি ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট-এ পাওয়া যায়। ওয়ানপ্লাস প্যাডের দাম শুরু হয়েছে ৩৯,৯৯৯ টাকা থেকে।

OnePlus Buds Pro 2 - এই ডিভাইসটি আর্বর গ্রিন কলর অপশনে এসেছে। আর এই ডিভাইসটি দাম ১০,৯৯৯ টাকা।

Show Full Article
Next Story