OnePlus এখন Oppo-র একটি অংশ, নতুন অধ্যায় শুরু করার ডাক দুই কোম্পানির

গতমাসে প্রথম শোনা গিয়েছিল যে, চীনা ফ্ল্যাগশিপ স্মার্টফোন নির্মাতা, OnePlus, একই মালিকানাধীন Oppo ব্র্যান্ডের সাথে মিশে যেতে চলেছে। এরপর দুই কোম্পানির তরফেও এব্যাপারে নিশ্চিত করা…

গতমাসে প্রথম শোনা গিয়েছিল যে, চীনা ফ্ল্যাগশিপ স্মার্টফোন নির্মাতা, OnePlus, একই মালিকানাধীন Oppo ব্র্যান্ডের সাথে মিশে যেতে চলেছে। এরপর দুই কোম্পানির তরফেও এব্যাপারে নিশ্চিত করা হয়। জানা গেছে OnePlus ফোনে OxygenOS এর বদলে Oppo -র ColorOS থাকবে (শুরুতে চীনে)। সম্প্রতি মাইক্রো ব্লগিং সাইট, Weibo তে খুঁজে পাওয়া একটি প্রোমোশনাল ভিডিওতেও OnePlus কে Oppo-র একটি অংশ হিসেবে দেখানো হয়েছে।

এই ভিডিওতে ওপ্পো ও ওয়ানপ্লাসের একাধিক ফোনকে দেখানো হয়েছে। যার মধ্যে Find X3 Pro, Reno 4 Pro 5G, OnePlus 9 Pro, Reno 5 Pro 5G, OnePlus 7 Pro ফোনগুলি অন্তর্ভুক্ত আছে।

আবার এই ভিডিওতে দেখা গেছে ওপ্পো-র ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও ওয়ানপ্লাসের মার্কেটিং ম্যাসকট, এডি রেডমায়েন ও আল্ট্রাম্যানকে।

এছাড়া এই ভিডিওতে বাজা গানের লিরিক্স উভয় ব্র্যান্ডের মধ্যে নতুন সম্পর্ককে তুলে ধরেছে। ভিডিও-র শেষে লেখা আছে ‘আসুন একসাথে একটি নতুন অধ্যায় শুরু করি।’

এখন দেখার Oppo-র সিস্টার ব্র্যান্ড হিসেবে OnePlus নিজের জনপ্রিয়তা টিকিয়ে রাখতে পারে কিনা। কোম্পানির সিইও ইতিমধ্যেই নিশ্চিত করেছেন, ইউজারদের অত্যাধুনিক ফিচার অফার করতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন