OnePlus প্রতি মাসে একটি নতুন পণ্য লঞ্চ করবে, ফোন ছাড়াও আনবে ফিটনেস ব্যান্ড ও স্মার্টওয়াচ

ভারতের ওয়ানপ্লাস ফ্যানেদের জন্য সুখবর, চলতি বছরের প্রতিমাসে এই চীনা সংস্থাটি এদেশে অন্তত একটি করে নতুন প্রোডাক্ট লঞ্চ করবে- এমনটাই জানা যাচ্ছে একটি নতুন রিপোর্ট…

ভারতের ওয়ানপ্লাস ফ্যানেদের জন্য সুখবর, চলতি বছরের প্রতিমাসে এই চীনা সংস্থাটি এদেশে অন্তত একটি করে নতুন প্রোডাক্ট লঞ্চ করবে- এমনটাই জানা যাচ্ছে একটি নতুন রিপোর্ট থেকে। আজ ভারতের বাজারে ওয়ানপ্লাস তাদের Nord CE 2 5G লঞ্চ করতে চলেছে। এই লঞ্চ ইভেন্টে নতুন হ্যান্ডসেটটির পাশাপাশি OnePlus TV Y1S স্মার্ট টিভিটিও আত্মপ্রকাশ করতে প্রস্তুত। তবে সবচেয়ে বড় খবর হল, এই নয়া ফ্ল্যাগশিপ ফোন এবং স্মার্ট টিভি লাইনআপ ছাড়াও, চীনা সংস্থাটি আগামী দিনে তাদের বেশ কয়েকটি পণ্য লঞ্চের পরিকল্পনা করছে বলে জানা গেছে। বর্তমানে ওয়ানপ্লাস তাদের নর্ড সিরিজের একাধিক নতুন স্মার্টফোনের কাজ করছে এবং ভারতে প্রতি মাসে অন্তত একটি নতুন ডিভাইস লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। সেই তালিকায় একটি নতুন স্মার্ট ব্যান্ড এবং একটি স্মার্টওয়াচ সহ একাধিক স্মার্ট অ্যাক্সেসরিজও রয়েছে বলে জানা যাচ্ছে।

OnePlus ভারতে আগামী দিনে একাধিক নতুন প্রোডাক্ট লঞ্চ হতে চলেছে

মাইস্মার্টপ্রাইসের সাথে যৌথ উদ্যোগে জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মা জানিয়েছেন, ওয়ানপ্লাস এই বছর ভারতে কয়েকটি নর্ড স্মার্টফোন, স্মার্ট ব্যান্ড এবং একটি নতুন স্মার্টওয়াচ সহ বিভিন্ন ডিভাইস উন্মোচন করতে চলেছে৷ গত বছরের মার্চে লঞ্চ হওয়া ওয়ানপ্লাস ওয়াচ-এর উত্তরসূরি হিসেবে এই স্মার্টওয়াচটি আসবে বলে আশা করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী, সংস্থাটি ভারতে প্রতি মাসে অন্তত একটি করে নতুন পণ্য নিয়ে আসবে৷ তবে ওয়ানপ্লাসের আপপকামিং ডিভাইসগুলি সম্পর্কে এই মুহূর্তে বিশদে কিছু জানা যায়নি৷

জানিয়ে রাখি, আজ (১৭ ফেব্রুয়ারি) ভারতের বাজারে পা রাখতে চলেছে OnePlus Nord CE 2 5G স্মার্টফোনটি এবং OnePlus TV Y1S লাইনআপের নতুন দুটি স্মার্ট টিভি মডেল। ওয়ানপ্লাস সোশ্যাল মিডিয়ায় তাদের অফিসিয়াল চ্যানেলগুলির মাধ্যমে এবং ই-কমার্স ওয়েবসাইটগুলিতে OnePlus TV Y1S এবং OnePlus TV Y1S Edge সহ নতুন Nord হ্যান্ডসেটটির প্রোমোশন করা শুরু করে দিয়েছে।

প্রসঙ্গত, আপকামিং OnePlus Nord CE 2 5G ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ প্রসেসরটি রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। ভারতে এই ডিভাইসের দুটি ভ্যারিয়েন্ট পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। আগে জানা গেছে, এই ফোনের ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম হতে পারে ২৩,৯৯৯ টাকা আবার ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৫,৯৯৯ টাকা রাখা হতে পারে।

অন্যদিকে, OnePlus TV Y1S এবং OnePlus TV Y1S Edge স্মার্ট টিভি দুটি ৩২ ইঞ্চি এবং ৪৩ ইঞ্চি ডিসপ্লে আকারে ভারতের বাজারে আত্মপ্রকাশ করবে। TV Y1S বেস মডেলটি অনলাইন চ্যানেলের মাধ্যমে বিক্রি হবে বলে আশা করা হচ্ছে। তবে TV Y1S Edge স্মার্ট টিভিটি অফলাইন স্টোরের মাধ্যমে উপলব্ধ বলে জানা গেছে। OnePlus TV Y1S সিরিজের টিভিগুলি অ্যান্ড্রয়েড ১১- এ রান করবে এবং গামা ইঞ্জিন (Gamma Engine) দ্বারা চালিত হবে।