নতুন ফিচার সহ OnePlus Nord 2 ফোনে এল OxygenOS 12 বিটা আপডেট

গতমাসের শেষে OnePlus তাদের Nord 2 ফোনের জন্য Android 12 ভিত্তিক OxygenOS 12 এর প্রথম বিটা ভার্সন (Open Beta 1) রোল আউট...
Julai Modal 28 May 2022 2:25 PM IST

গতমাসের শেষে OnePlus তাদের Nord 2 ফোনের জন্য Android 12 ভিত্তিক OxygenOS 12 এর প্রথম বিটা ভার্সন (Open Beta 1) রোল আউট করেছিল। সংস্থার মিডিয়াটেক ডাইমেনসিটি প্রসেসরের প্রথম ডিভাইস হিসেবে আত্মপ্রকাশ করা Nord 2 ফোনে আসা এই আপডেট, রিফ্রেশ ইউআই, ক্যানভাস অলওয়েজ অন ডিসপ্লে ফিচার নিয়ে এসেছিল। তবে কয়েক সপ্তাহ যেতে না যেতেই, OnePlus Nord 2 ফোনের জন্য আজ এল দ্বিতীয় বিটা আপডেট (Open Beta 2)।

এই আপডেটে ফোনের সিস্টেম অপটিমাইজ করা হয়েছে। পাশাপাশি ক্যামেরা ফিচারের উন্নতি পরিলক্ষিত হবে বলে জানা গেছে। শুধু তাই নয়, ওয়ানপ্লাস নর্ড ২ এর জন্য আসা দ্বিতীয় বিটা আপডেট, মাসিক অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচও নিয়ে এসেছে। ফলে ফোনটি আরও সুরক্ষিত হবে।

ওয়ানপ্লাস কমিউনিটি ফোরামে একটি পোস্ট করে জানানো হয়েছে যে, যে সমস্ত OnePlus Nord 2 ফোনের সফটওয়্যার ভার্সন, C.04, তারাই এই Android 12 ভিত্তিক আপডেট পাবে। অর্থাৎ সহজ করে বললে, যেসব ফোনে প্রথম আপডেট এসেছিল, সেই ফোনগুলির জন্য দ্বিতীয় ওপেন বিটা আপডেট রোল আউট করা হয়েছে।

মনে রাখবেন এই আপডেটটি কেবল ভারতীয় ইউজারদের জন্য উপলব্ধ। সেক্ষেত্রে আপনি যদি OnePlus Nord 2 ফোনটি ব্যবহার করেন এবং উল্লেখিত সফটওয়্যার ভার্সন থাকে, তাহলে শীঘ্রই OTA আপডেট নোটিফিকেশন পাবেন। এছাড়া আপনি ফোনের Settings > About phone > Software update > Detect the OxygeOS 12 version > Trial Version অপশনগুলি ফলো করে আপডেট এসেছে কিনা চেক করতে পারেন।

Show Full Article
Next Story