ভারতে OnePlus-এর প্রথম কমদামী স্মার্টফোনে Android 12 আপডেট চলে এল

২০২০ সালে Nord সিরিজের হাত ধরে ভারতে প্রথমবার মিড-রেঞ্জ স্মার্টফোনের বাজারে প্রবেশ করেছিল OnePlus। ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট...
SUMAN 16 May 2022 11:54 PM IST

২০২০ সালে Nord সিরিজের হাত ধরে ভারতে প্রথমবার মিড-রেঞ্জ স্মার্টফোনের বাজারে প্রবেশ করেছিল OnePlus। ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট নির্মাতা হিসাবে পরিচিত ওয়ানপ্লাসের সেটাই ছিল প্রথম সাশ্রয়ী মূল্যের হ্যান্ডসেট। ভারতে OnePlus Nord ব্যবহারকারীদের জন্য এবার Android 12 আপডেট রোলআউট শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, গত বছর Android 11 আপডেট এসেছিল এই ডিভাইসে। ফলে এটা নর্ডের দ্বিতীয় মেজর সফটওয়্যার আপগ্রেড। নতুন Android 12 নির্ভর Oxygen OS 12 আপডেটের সাইজ ৩ জিবি। এটি লেটেস্ট সিকিউরিটি প্যাচের সাথে এসেছে। ইউজারদের উদ্দেশ্যে সংস্থার পরামর্শ, আপডেট ইন্সটলের আগে যেন ডেটার ব্যাকআপ রাখা হয়।

ওয়ানপ্লাস আরও জানিয়েছে, ব্যাটারিতে যেন অন্তত ৩০ শতাংশ চার্জ থাকে। নাহলে আপডেট করতে গিয়ে ফোন সুইচড অফ হয়ে যেতে পারে। Android 12 অপারেটিং সিস্টেমে আপগ্রেড হওয়ার ফলে নর্ড ব্যবহারকারীরা প্রাইভেসি ড্যাশবোর্ড, রিমোট অ্যাপ, উন্নত ওয়াইফাই শেয়ারিং, ওয়ান হ্যান্ড মোড-সহ নানা ফিচার উপভোগ করতে পারবেন।

OnePlus Nord-এর স্পেসিফিকেশনগুলির প্রসঙ্গে আসলে, এতে ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৪৪ ইঞ্চি ফুল-এইচডি প্লাস ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসর, ৪৮ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা, ৩২ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল ডুয়েল সেলফি ক্যামেরা, এবং ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ ৪১১৫ এমএএইচ ব্যাটারি রয়েছে।

Show Full Article
Next Story