OnePlus Nord 2T, Nord CE 2 Lite 5G আজ লঞ্চ হচ্ছে, তার আগে দাম ও বৈশিষ্ট্য দেখে নিন

OnePlus -এর দুটি লেটেস্ট স্মার্টফোন আজ অর্থাৎ ১৯শে মে বিশ্বব্যাপী লঞ্চ হতে চলেছে। এই নবাগত হ্যান্ডসেট দুটি হল OnePlus...
SUPARNA 19 May 2022 5:40 PM IST

OnePlus -এর দুটি লেটেস্ট স্মার্টফোন আজ অর্থাৎ ১৯শে মে বিশ্বব্যাপী লঞ্চ হতে চলেছে। এই নবাগত হ্যান্ডসেট দুটি হল OnePlus Nord CE 2 Lite 5G এবং OnePlus Nord 2T নামে আত্মপ্রকাশ করবে। যার মধ্যে, Nord 2T স্মার্টফোনের বেশ কয়েকটি ফিচার পূর্বসূরি Nord 2 মডেলের মতো হবে। যেমন, এতে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের FHD+ ডিসপ্লে প্যানেল এবং ৫০ মেগাপিক্সেল মুখ্য সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট থাকবে। আর সাম্প্রতিক কিছু রিপোর্টে, এই ফোনটি ৮০ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সহ আসবে বলেও দাবি করা হয়েছে। অন্যদিকে, OnePlus Nord CE 2 Lite 5G ইতিমধ্যেই ভারতে লঞ্চ হয়েছে। এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের IPS LCD ডিসপ্লে প্যানেল, স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট এবং ৩৩ ওয়াট চার্জিং সাপোর্ট রয়েছে। প্রসঙ্গত, আলোচ্য স্মার্টফোন দুটির সাথে OnePlus Nord Buds -কেও হয়তো আজই লঞ্চ করা হবে।

OnePlus Nord 2T স্পেসিফিকেশন (সম্ভাব্য)

সদ্য ফাঁস হওয়া রিপোর্ট অনুসারে, ওয়ানপ্লাস নর্ড ২টি স্মার্টফোনকে মিডিয়াটেক ডাইমেনসিটি ১৩০০ চিপসেটের সাথে নিয়ে আসা হতে পারে। এতে, ৯০ হার্টজ রিফ্রেশ রেটের একটি ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে প্যানেল থাকবে। এই ডিসপ্লেটি গরিলা গ্লাস ৫ প্রটেকশনের সাথে আচ্ছাদিত থাকবে। এক্ষেত্রে একটা কথা না বললেই নয়, এই ডিসপ্লে ফিচারগুলিকে আমরা ইতিমধ্যে OnePlus Nord 2 ফোনে দেখেছি।

ক্যামেরা ফ্রন্টের কথা বললে, OnePlus Nord 2T ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট সহ আসতে পারে। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল Sony IMX766 সেন্সর, যা এফ/১.৮ অ্যাপারচার এবং OIS টেকনোলজি সাপোর্ট করবে। আর, অন্য দুটি ক্যামেরা হল ১২০ ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ৮ মেগাপিক্সেল Sony IMX355 আল্ট্রা ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এছাড়া, উক্ত ফোনটির সামনে এফ/২.৪ অ্যাপারচার সহ ১৬ মেগাপিক্সেলের Sony IMX615 সেলফি ক্যামেরা দেওয়া হবে। দেখতে গেলে, আসন্ন Nord 2T -এর ক্যামেরা ফ্রন্ট অনেকটা বিদ্যমান Nord 2 ফোনের অনুরূপ।

যাইহোক, OnePlus Nord 2T স্মার্টফোনের কানেক্টিভিটি অপশনের মধ্যে - ওয়াই-ফাই ৬ (এএক্স), ব্লুটুথ ৫.২ এবং এনএফসি সামিল থাকবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য এতে, ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হতে পারে। আর সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্ট অনুসারে, এই ব্যাটারি ৮০ ওয়াট সুপারভোক (SuperVOOC) ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করতে পারে।

OnePlus Nord CE 2 Lite 5G স্পেসিফিকেশন (সম্ভাব্য)

ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট ৫জি স্মার্টফোনে একটি ৬.৫৯ ইঞ্চির IPS LCD ডিসপ্লে দেখা যাবে, যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। এটি স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর সহ আসবে। আসন্ন এই ডিভাইসে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। আর পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি থাকবে, যা ৩৩ ওয়াট চার্জিং সমর্থন করবে।

OnePlus Nord 2T, Nord CE 2 Lite 5G দাম (সম্ভাব্য)

ওয়ানপ্লাস নর্ড ২টি স্মার্টফোনকে ৩৯৯ ইউরো (আনুমানিক ৩২,৫৫০ টাকা) মূল্যে লঞ্চ করা হতে পারে। আর, ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট ৫জি স্মার্টফোনের দাম ২৯৯ ইউরো (প্রায় ২৪,৪০০ টাকা) ধার্য করা হতে পারে।

Show Full Article
Next Story