OnePlus Nord 4 Price: ভারতে কত দাম রাখা হবে ওয়ানপ্লাস নর্ড ৪ ফোনের, লঞ্চের আগেই ফাঁস

ওয়ানপ্লাস আগামী ১৬ জুলাই তাদের সামার লঞ্চ ইভেন্টের আয়োজন করেছে। এই ইভেন্টে সংস্থাটি ওয়ানপ্লাস নর্ড ৪ লঞ্চ করতে পারে।...
Julai Modal 4 July 2024 9:37 AM IST

ওয়ানপ্লাস আগামী ১৬ জুলাই তাদের সামার লঞ্চ ইভেন্টের আয়োজন করেছে। এই ইভেন্টে সংস্থাটি ওয়ানপ্লাস নর্ড ৪ লঞ্চ করতে পারে। ইতিমধ্যেই সংস্থার তরফে এই ফোনের বিভিন্ন ফিচার টিজ করা হয়েছে। তবে মজার ব্যাপার হল, ভারতে লঞ্চের আগেই আজ ওয়ানপ্লাস নর্ড ৪ স্মার্টফোনের দাম সামনে এসেছে। আসুন নয়া এই নর্ড সিরিজের ফোনের মূল্য কত রাখা হবে জেনে নেওয়া যাক।

ওয়ানপ্লাস নর্ড ৪ ফোনের দাম

টিপস্টার সঞ্জু চৌধুরী দাবি করেছেন ভারতে ওয়ানপ্লাস নর্ড ৪ স্মার্টফোনের দাম শুরু হবে ৩১,৯৯৯ টাকা থেকে। এটি অ্যামাজন থেকে কেনা যাবে। ব্যাঙ্ক অফারে ডিভাইসটি ৩০,০০০ টাকার কম মূল্যে পাওয়া যাবে। জানিয়ে রাখি, ভারতে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট এর দাম রাখা হয়েছিল ২০,০০০ টাকার কম।

ওয়ানপ্লাস নর্ড ৪ স্মার্টফোনের স্পেসিফিকেশন ও ফিচার

ওয়ানপ্লাস নর্ড ৪ ফোনে থাকবে ৬.৭৪-ইঞ্চি ওলেড টায়ানমা ইউ৮ প্লাস ডিসপ্লে, যা ১.৫কে রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২১৫০ নিটস পিক ব্রাইটনেস অফার করবে। পারফরম্যান্সের জন্য এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭+ জেন ৩ প্রসেসর এবং অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অক্সিজেনওএস ১৪ সফ্টওয়্যার স্কিন দেওয়া হবে। ডিভাইসটি ৩ বছর ধরে অ্যান্ড্রয়েড আপডেট এবং ৪ বছরের ধরে সিকিউরিটি আপডেট পাবে।

ক্যামেরা সেটআপের কথা বললে, ওয়ানপ্লাস নর্ড ৪ ফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ডুয়েল ক্যামেরা সেটআপ দেখা যাবে এবং দ্বিতীয় ক্যামেরাটি হবে ৮ মেগাপিক্সেল আইএমএক্স৩৫৫ আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ওয়ানপ্লাস নর্ড ৪-এ থাকবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,৫০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি দেওয়া হবে, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং‌ সাপোর্ট করবে।

Show Full Article
Next Story