OnePlus Nord 4 Price: ভারতে কত দাম রাখা হবে ওয়ানপ্লাস নর্ড ৪ ফোনের, লঞ্চের আগেই ফাঁস

ওয়ানপ্লাস আগামী ১৬ জুলাই তাদের সামার লঞ্চ ইভেন্টের আয়োজন করেছে। এই ইভেন্টে সংস্থাটি ওয়ানপ্লাস নর্ড ৪ লঞ্চ করতে পারে। ইতিমধ্যেই সংস্থার তরফে এই ফোনের বিভিন্ন…

ওয়ানপ্লাস আগামী ১৬ জুলাই তাদের সামার লঞ্চ ইভেন্টের আয়োজন করেছে। এই ইভেন্টে সংস্থাটি ওয়ানপ্লাস নর্ড ৪ লঞ্চ করতে পারে। ইতিমধ্যেই সংস্থার তরফে এই ফোনের বিভিন্ন ফিচার টিজ করা হয়েছে। তবে মজার ব্যাপার হল, ভারতে লঞ্চের আগেই আজ ওয়ানপ্লাস নর্ড ৪ স্মার্টফোনের দাম সামনে এসেছে। আসুন নয়া এই নর্ড সিরিজের ফোনের মূল্য কত রাখা হবে জেনে নেওয়া যাক।

ওয়ানপ্লাস নর্ড ৪ ফোনের দাম

টিপস্টার সঞ্জু চৌধুরী দাবি করেছেন ভারতে ওয়ানপ্লাস নর্ড ৪ স্মার্টফোনের দাম শুরু হবে ৩১,৯৯৯ টাকা থেকে। এটি অ্যামাজন থেকে কেনা যাবে। ব্যাঙ্ক অফারে ডিভাইসটি ৩০,০০০ টাকার কম মূল্যে পাওয়া যাবে। জানিয়ে রাখি, ভারতে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট এর দাম রাখা হয়েছিল ২০,০০০ টাকার কম।

ওয়ানপ্লাস নর্ড ৪ স্মার্টফোনের স্পেসিফিকেশন ও ফিচার

ওয়ানপ্লাস নর্ড ৪ ফোনে থাকবে ৬.৭৪-ইঞ্চি ওলেড টায়ানমা ইউ৮ প্লাস ডিসপ্লে, যা ১.৫কে রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২১৫০ নিটস পিক ব্রাইটনেস অফার করবে। পারফরম্যান্সের জন্য এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭+ জেন ৩ প্রসেসর এবং অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অক্সিজেনওএস ১৪ সফ্টওয়্যার স্কিন দেওয়া হবে। ডিভাইসটি ৩ বছর ধরে অ্যান্ড্রয়েড আপডেট এবং ৪ বছরের ধরে সিকিউরিটি আপডেট পাবে।

ক্যামেরা সেটআপের কথা বললে, ওয়ানপ্লাস নর্ড ৪ ফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ডুয়েল ক্যামেরা সেটআপ দেখা যাবে এবং দ্বিতীয় ক্যামেরাটি হবে ৮ মেগাপিক্সেল আইএমএক্স৩৫৫ আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ওয়ানপ্লাস নর্ড ৪-এ থাকবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,৫০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি দেওয়া হবে, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং‌ সাপোর্ট করবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন