২১ সেপ্টেম্বর প্রথমবার কেনা যাবে OnePlus Nord এর ৬ জিবি র‌্যাম ভ্যারিয়েন্ট, পাবেন হাজার টাকা ছাড়

আগামী ২১ সেপ্টেম্বর ভারতে প্রথমবার কেনা যাবে OnePlus Nord এর ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট। ই-কমার্স সাইট Amazon থেকে দুপুর ২ টোয় ফোনটির…

আগামী ২১ সেপ্টেম্বর ভারতে প্রথমবার কেনা যাবে OnePlus Nord এর ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট। ই-কমার্স সাইট Amazon থেকে দুপুর ২ টোয় ফোনটির সেল শুরু হবে। Amazon India আজ একটি টিজার পেজ পোস্ট করে এই খবর জানিয়েছে। প্রসঙ্গত গত ২১ জুলাই ভারতে লঞ্চ হয়েছিল ওয়ানপ্লাসের সস্তা ফোন OnePlus Nord। এই ফোনটি তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে এসেছিল – ৬ জিবি + ৬৪ জিবি, ৮ জিবি + ১২৮ জিবি এবং ১২ জিবি + ২৫৬ জিবি। তবে কোম্পানি জানিয়েছিল, ৬ জিবি ভ্যারিয়েন্ট অক্টোবর থেকে পাওয়া যাবে। কিন্তু গ্রাহকদের বেশি অপেক্ষা না করিয়েই সেপ্টম্বরের শেষে এই ভ্যারিয়েন্টকে বিক্রির জন্য উপলব্ধ করলো চীনা ফ্ল্যাগশিপ স্মার্টফোন নির্মাতাটি।

OnePlus Nord দাম ও অফার

ভারতে ওয়ানপ্লাস নোর্ড এর ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা। আগামী ২১ সেপ্টেম্বর Amazon থেকে এই স্টোরেজ ভ্যারিয়েন্ট কেনা যাবে। এই ফোনটি ব্লু মার্বেল, গ্রে অনিক্স কালারে পাওয়া যাবে। লঞ্চ অফার হিসাবে ICICI ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকরা ১,০০০ টাকা ডিসকাউন্ট পাবে। আবার ১,০০০ টাকা ছাড় দেওয়া হবে ICICI ব্যাংকের ক্রেডিট/ডেবিট কার্ডের মাধ্যমে EMI ট্রাঞ্জাকশনে। ফোনটি নো কস্ট ইএমআই এ কেনা যাবে।

এছাড়াও ফোনটির অন্য দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট অর্থাৎ, ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ও ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ২৭,৯৯৯ টাকা ও ২৯,৯৯৯ টাকা।

OnePlus Nord স্পেসিফিকেশন:

ওয়ানপ্লাস নোর্ড ফোনে ৬.৪৪ ইঞ্চি ফ্লুইড এমোলেড স্ক্রিন দেওয়া হয়েছে। যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ এবং আসপেক্ট রেশিও ২০:৯। ফুল এইচডি প্লাস এই ডিসপ্লে অফার করবে ৪০৮ পিপিআই সাপোর্ট। স্ক্রিনের সুরক্ষার জন্য এতে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রটেকশন রয়েছে। এর ডিসপ্লে ডিজাইন পাঞ্চ হোল, যেখানে ডুয়েল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটিতে স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি ৫জি সাপোর্টের সাথে এসেছে। গ্রাফিক্সের জন্য এতে আছে এড্রেনো ৬২০ জিপিইউ।

OnePlus Nord এ পাবেন ৬ জিবি, ৮ জিবি ও ১২ জিবি র‌্যামের বিকল্প এবং ৬৪ জিবি, ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ। এই স্মার্টফোনের ওজন ১৮৫ গ্রাম। ফোনটি অ্যান্ড্রয়েড ১০ বেসড অক্সিজেন ওএস ১০.৫ এর সাথে এসেছে। এতে ৪,১১৫ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যার সাথে ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এই চার্জার ৩০ মিনিটে ৭০ শতাংশ চার্জ করতে পারে। এতে Warp Charge ইউএসবি টাইপ সি পোর্ট আছে।

ক্যামেরার কথা বললে ওয়ানপ্লাস নোর্ড ফোনে কোয়াড রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। যার প্রাইমারি ক্যামেরা এফ/ ১.৭৫ অ্যাপারচার সহ ৪৮ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৫৮৬ সেন্সর। এতে OIS/EIS সাপোর্ট করবে। অন্য তিনটি ক্যামেরা হল ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স (ফিল্ড অফ ভিউ ১১৯ ডিগ্রী), ৫ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। রিয়ার ক্যামেরার সাহায্যে 4K ভিডিও রেকর্ড করা যাবে। ফোনের সামনে পাবেন এফ/২.৪৫ অ্যাপারচার সহ ৩২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল লেন্স (ফিল্ড অফ ভিউ ১০৫ ডিগ্রী)। সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।