OnePlus Nord CE 2 Lite সস্তায় স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর সহ আসছে, পেল BIS ও TDRA সার্টিফিকেশন

স্মার্টফোন ব্র্যান্ড ওয়ানপ্লাস (OnePlus) বর্তমানে তাদের বিখ্যাত Nord লাইনআপের একাধিক স্মার্টফোন বাজারে লঞ্চ করার...
Ananya Sarkar 1 April 2022 8:43 PM IST

স্মার্টফোন ব্র্যান্ড ওয়ানপ্লাস (OnePlus) বর্তমানে তাদের বিখ্যাত Nord লাইনআপের একাধিক স্মার্টফোন বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে OnePlus Nord 2T স্মার্টফোনটি এপ্রিল কিংবা মে মাসে উন্মোচিত হতে পারে। আবার OnePlus Nord 3 মডেলটির ওপর থেকে আগামী জুলাই মাসে পর্দা সরানো হতে পারে। তবে এবার মনে করা হচ্ছে, Nord সিরিজের আরেক নতুন ডিভাইস, OnePlus Nord CE 2 Lite শীঘ্রই বাজারে আত্মপ্রকাশ করতে পারে, কারণ এটি সংযুক্ত আরব আমিরশাহীর টিডিআরএ (TDRA) এবং ভারতের বিআইএস (BIS) সার্টিফিকেশন সাইট থেকে অনুমোদন লাভ করেছে, যা এই ফোনটির আসন্ন লঞ্চের দিকেই ইঙ্গিত করছে।

OnePlus Nord CE 2 Lite পেল TDRA এবং BIS- এর সার্টিফিকেশন

টিপস্টার অভিষেক যাদব, সংযুক্ত আরব আমিরশাহীর টেলিকমিউনিকেশন অ্যান্ড ডিজিট্যাল গভর্নমেন্ট রেগুলেটরি অথরিটি (TDRA) এবং ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)- এর সাইট থেকে ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট ফোনের অনুমোদন লাভ করার খবরটি জনসমক্ষে এনেছেন।

https://twitter.com/yabhishekhd/status/1509693826650181656

টিডিআরএ (TDRA)-এর তালিকাটি প্রকাশ করেছে যে, CPH2409 মডেল নম্বর সহ নতুন ওয়ানপ্লাস হ্যান্ডসেটটি ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট হিসাবে বাজারে আত্মপ্রকাশ করবে। এই একই ডিভাইস ভারতে বিআইএস (BIS) কর্তৃপক্ষের থেকে সার্টিফিকেশনও লাভ করেছে, যা ইঙ্গিত দেয় যে এটি শীঘ্রই এদেশে লঞ্চ হতে পারে। এই ফোনের বাণিজ্যিক নামটি দেখে মনে করা হচ্ছে, এটি ওয়ানপ্লাস নর্ড সিই ২ -এর একটি টোন-ডাউন ভার্সন হতে পারে।

ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট- এর সম্ভাব্য স্পেসিফিকেশন (OnePlus Nord CE 2 Lite Expected Specifications)

ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট ফোনে ৬.৫৯ ইঞ্চির ডিসপ্লে থাকবে, যা হাই রিফ্রেশ রেট অফার করবে। এই ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট দ্বারা চালিত হবে। ফোনটি সর্বাধিক ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। এছাড়া, আসন্ন ওয়ানপ্লাস হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক অক্সিজেন ওএস (OxygenOS) কাস্টম স্কিনে চলবে।

OnePlus Nord CE 2 Lite- এর রিয়ার প্যানেলে ৬৪ মেগাপিক্সেল (প্রাইমারি) + ২ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল সেন্সর যুক্ত ট্রিপল ক্যামেরা ইউনিট দেওয়া হতে পারে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৪৭১ ফ্রন্ট ক্যামেরা উপস্থিত থাকবে বলে জানা গেছে। এই ডিভাইসটির ফাঁস হওয়া রেন্ডারগুলি প্রকাশ করেছে যে, এটিতে কোনো অ্যালার্ট স্লাইডার থাকবে না। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, OnePlus Nord CE 2 Lite- এ একটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। নিরাপত্তার জন্য এতে পাওয়া যাবে একটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। OnePlus Nord CE 2 Lite-এর দাম সম্পর্কে এখনও কোনও নিশ্চিত তথ্য সামনে আসেনি। তবে, মনে করা হচ্ছে ভারতীয় বাজারে এটির দাম ২০,০০০ টাকার মধ্যেই রাখা হতে পারে।

Show Full Article
Next Story