OnePlus Nord CE 2 Lite আসছে Snapdragon 695 প্রসেসর, 33W চার্জিং ও 64 মেগাপিক্সেল ক্যামেরা সহ
স্মার্টফোন সংস্থা ওয়ানপ্লাস চলতি মাসের শেষের দিকেই OnePlus 10 Pro ফ্ল্যাগশিপ ফোনটি ভারতের পাশাপাশি বিশ্বের আরও কিছু...স্মার্টফোন সংস্থা ওয়ানপ্লাস চলতি মাসের শেষের দিকেই OnePlus 10 Pro ফ্ল্যাগশিপ ফোনটি ভারতের পাশাপাশি বিশ্বের আরও কিছু মার্কেটে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই ডিভাইসটি লঞ্চের পরই, চীনা সংস্থাটি তাদের Nord সিরিজে অন্তর্ভুক্ত OnePlus Nord 3 এবং OnePlus Nord 2T মডেলগুলিও লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। এই আসন্ন মিড-রেঞ্জ ডিভাইসগুলি ছাড়াও, ওয়ানপ্লাস আরও কয়েকটি নতুন হ্যান্ডসেট উন্মোচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তার মধ্যে একটি ওয়ানপ্লাস ফোনকে মার্কিন যুক্তরাষ্ট্রের এফসিসি (FCC) সহ একাধিক সার্টিফিকেশন সাইটে এবার দেখা গেল। এই সাইটগুলির লিস্টিং থেকে ফোনটি সম্পর্কে একাধিক তথ্যও প্রকাশ্যে এসেছে। এগুলি দেখে মনে করা হচ্ছে এই আপকামিং ফোনটি OnePlus Nord CE 2 Lite নামে বাজারে আসতে পারে। এর পাশাপাশি সম্প্রতি এই ফোনটি গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং সাইটেও উপস্থিত হয়েছে।
OnePlus GN2200 ফোনটিকে স্পট করা হল একাধিক সার্টিফিকেশন সাইট ও Geekbench-এ
GN2200 মডেল নম্বর সহ আসন্ন ওয়ানপ্লাস ফোনটি মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC)- এর সাইটে তালিকাভুক্ত হয়েছে। সাইটের তালিকাটি প্রকাশ করেছে, এই ডিভাইসটি ৫জি সাপোর্ট সহ আসবে এবং এতে ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই এবং ব্লুটুথ কানেক্টিভিটি পাওয়া যাবে। এটি ছাড়াও, ইউএল (ডেমকো) সার্টিফিকেশন সাইট থেকে জানা যাচ্ছে, এই ওয়ানপ্লাস ফোনে ৩৩ ওয়াট সুপারভোক ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে।
আবার, এই একই OnePlus GN2200 ডিভাইসের চার্জিং অ্যাডাপ্টারটি VCB3HDUH মডেল নম্বর সহ এফসিসি-তে দেখা গেছে এবং এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। তবে লিস্টিংটি এই চিপসেটের নামটি প্রকাশ করেনি। এদিকে টিইউভি ডেটাবেস অনুসারে, এই স্মার্টফোনে একটি ৪,৫০০ এমএএইচ ব্যাটারি (মডেল নম্বর BLP907) দেওয়া হবে। অন্যদিকে, আসন্ন ওয়ানপ্লাস ফোনটিকে ক্যামেরাএফভি৫ ডেটাবেসেও দেখা গেছে, যা প্রকাশ করেছে এই মডেলে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর উপস্থিত থাকবে।
এছাড়া, আজই OnePlus GN2200 মডেলটি বেঞ্চমার্কিং সাইট গিকবেঞ্চ (Geekbench)-এও তালিকাভুক্ত হয়েছে। এই তালিকাটি প্রকাশ করেছে, নতুন ফোনটি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে রান করবে। পারফরম্যান্সের জন্য, এতে ২.২১ ক্লক স্পিডের কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর ও তার সাথে অ্যাড্রেনো ৬১৯ (Adreno 619) জিপিইউ দেওয়া হবে এবং এই ফোনটি ৬ জিবি র্যাম সহ আসবে।
প্রসঙ্গত, যদিও সার্টিফিকেশনগুলিতে ফোনের নামটি প্রকাশ করা হয়নি, তবে ডেটাবেসে উল্লিখিত কয়েকটি প্রধান ফিচার ইঙ্গিত করে যে, এই মডেলটি OnePlus Nord CE 2 Lite হতে পারে, যা চলতি বছরই লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। জানিয়ে রাখি, এর আগেই শোনা গিয়েছিল চীনে লঞ্চ হওয়া Realme V25 হ্যান্ডসেটটি ওয়ানপ্লাস ব্র্যান্ডিংয়ের অধীনে ভারতের বাজারের জন্য পরীক্ষা করা হচ্ছে। Realme V25 মডেলটি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ চীনে উপলব্ধ রয়েছে এবং এটিও স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট দ্বারা চালিত। তাই অনুমান করা হচ্ছে, V25 ভারতে OnePlus Nord CE 2 Lite নামে আত্মপ্রকাশ করতে পারে।
উল্লেখ্য, OnePlus Nord CE 2 Lite-এ ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬ ইঞ্চির ফুল এইচডি+ এলসিডি প্যানেল থাকবে বলে জানা গেছে। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর দ্বারা চালিত হবে। ক্যামেরার ক্ষেত্রে, এই ফোনে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স উপস্থিত থাকতে পারে। সেলফির জন্য, হ্যান্ডসেটের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে। এটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ আসতে পারে।