OnePlus Nord CE 2 Lite: ৬৪ মেগাপিক্সেল ক্যামেরাসহ শীঘ্রই লঞ্চ হবে OnePlus-এর সস্তা ফোন

জনপ্রিয় চীনা স্মার্টফোন নির্মাতা OnePlus (ওয়ানপ্লাস) গত সপ্তাহে তার লেটেস্ট স্মার্টফোন মডেল OnePlus Nord CE 2 (ওয়ানপ্লাস নর্ড সিই ২) লঞ্চ করেছে। কিন্তু এতেই কোম্পানি…

জনপ্রিয় চীনা স্মার্টফোন নির্মাতা OnePlus (ওয়ানপ্লাস) গত সপ্তাহে তার লেটেস্ট স্মার্টফোন মডেল OnePlus Nord CE 2 (ওয়ানপ্লাস নর্ড সিই ২) লঞ্চ করেছে। কিন্তু এতেই কোম্পানি সম্পর্কে চর্চা থামছে না। বরঞ্চ এখন শোনা যাচ্ছে যে, সংস্থাটি বর্তমানে OnePlus Nord CE 2 Lite (ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট) মডেলের ওপর কাজ করছে যা সম্প্রতি লঞ্চ হওয়া মডেলের সাশ্রয়ী মূল্যের বিকল্প (পড়ুন OnePlus-এর সবচেয়ে সস্তা ফোন) হিসেবে উপলব্ধ হবে। এর আগেও উক্ত ডিভাইসটির সাথে সম্পর্কিত কিছু রিপোর্ট সামনে এসেছে, তবে এবার আসন্ন Nord CE 2 Lite-এর ডিজাইন এবং স্পেসিফিকেশন সম্পর্কে তথ্য ফাঁস হল।

OnePlus Nord CE 2 Lite-এর ডিজাইনের ধারণা ফাঁস

নতুন করে ফাঁস হওয়া ছবিগুলি প্রকাশ করে যে asonno ডিভাইসটির পিছনে একটি আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউল থাকবে যা একটি এলইডি ফ্ল্যাশসহ একটি ট্রিপল ক্যামেরা সেটআপ অফার করবে। এক্ষেত্রে ফোনটিতে পরিষ্কার বাঁকা প্রান্তগুলি দেখা যাবে এবং পাওয়ার ডানদিকে থাকবে। উল্লেখ্য, মূল মডেলের মত লাইট সংস্করণে কোনো ওয়ার্নিং স্লাইডার বিদ্যমান হবে না।

OnePlus Nord CE 2 Lite-এর স্পেসিফিকেশন এবং দাম (সম্ভাব্য)

ফিচারের কথা বললে, নতুন ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট ৯০ হার্টজ রিফ্রেশ রেটসহ ৬.৫৯ ইঞ্চি ফুল এইচডি+ ফ্লুইড ডিসপ্লে অফার করতে পারে। এটি সম্ভবত ভারতে নর্ড সিরিজের প্রথম এলসিডি ডিসপ্লে বৈশিষ্ট্যযুক্ত ডিভাইস হবে। অন্যদিকে ফোনটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর চালিত হতে পারে, যার সাথে ৬ জিবি পর্যন্ত র‌্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ দেখা যাবে। আবার পাওয়ারের ব্যাকআপের জন্য এটি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৫,০০০ এমএএইচ ব্যাটারি বহন করতে পারে বলে আশা করা হচ্ছে।

একইভাবে ফটোগ্রাফির জন্য ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইটে ৬৪ মেগাপিক্সেল ওমনিভিসন (Omnivision) প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর এবং ২ মেগাপিক্সেল মনো সেন্সর সম্বলিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য থাকবে ১৬ মেগাপিক্সেল Sony IMX471 সেন্সর। দামের ক্ষেত্রে ফোনটি ২০,০০০ টাকা বা তার কম দামের রেঞ্জে আসবে বলে আশা করা হচ্ছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন