বাজেট স্মার্টফোনের জগতে আলোড়ন! 24 জুন লঞ্চ হচ্ছে OnePlus Nord CE 4 Lite 5G

মাস দুয়েক আগে OnePlus Nord CE 4 স্মার্টফোনটি গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছে। আর এখন ব্র্যান্ডটি ফোনের ‘Lite’ ভ্যারিয়েন্ট, অর্থাৎ OnePlus Nord CE 4 Lite 5G…

মাস দুয়েক আগে OnePlus Nord CE 4 স্মার্টফোনটি গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছে। আর এখন ব্র্যান্ডটি ফোনের ‘Lite’ ভ্যারিয়েন্ট, অর্থাৎ OnePlus Nord CE 4 Lite 5G হ্যান্ডসেটটির লঞ্চের বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। ওয়ানপ্লাস ডিজাইন প্রকাশ করে আসন্ন ডিভাইসটির একটি মাইক্রোসাইট সামনে এনেছে। এছাড়াও, ভারতে অ্যামাজন (Amazon)-এর সাইটে OnePlus Nord CE 4 Lite 5G ফোনের উপলব্ধতা নিশ্চিত করা হয়েছে। প্রসঙ্গত, ডিভাইসটি গত বছর লঞ্চ হওয়া OnePlus Nord CE 3 Lite 5G ফোনের উত্তরসূরি হিসেবে আসতে চলেছে।

সামনে এল OnePlus Nord CE 4 Lite 5G লঞ্চের তারিখ

ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি ফোনটি আগামী ২৪ জুন, সন্ধ্যা ৭ টায় এদেশে লঞ্চ হতে চলেছে। এর পাশাপাশি ওয়ানপ্লাস জানিয়েছে যে, এই ডিভাইসটি বাজেট স্মার্টফোন বাজারে বিপ্লব ঘটাতে চলেছে। এটি স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকদের সাধারণ দৈনন্দিন উদ্বেগগুলি দূর করার জন্য ডিজাইন করা হয়েছে।

জানিয়ে রাখি, ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি ফোনে নর্ড সিই ৪ হ্যান্ডসেটের মতোই ডিজাইন থাকবে। তবে এতে কোম্পানির সিগনেচার ফিচার, অ্যালার্ট স্লাইডারের অভাব থাকবে, কারণ ফোনের বাম দিকে একটি সিম ট্রে স্লট দেখা গেছে এবং পাওয়ার ও ভলিউম বাটনগুলি ডানদিকে অবস্থান করছে। ফোনটিতে একটি ফ্ল্যাট ফ্রেম ডিজাইন এবং একটি পিল-আকৃতির প্রসারিত ক্যামেরা মডিউল রয়েছে। মাইক্রোসাইটটি নিশ্চিত করেছে যে, এই ওয়ানপ্লাস ফোনে ৫০ মেগাপিক্সেলের Sony LYT-600 প্রাইমারি ক্যামেরা এবং একটি সেকেন্ডারি লেন্স থাকবে। ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি মেগা ব্লু কালার পাওয়া যাবে।

এছাড়াও কোম্পানি নিশ্চিত করেছে যে OnePlus Nord CE 4 Lite 5G ফোনে ২,১০০ নিট পিক ব্রাইটনেস সহ ১২০ হার্টজের অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে। এটি পূর্বসূরির ৫৫০ নিট ব্রাইটনেস ও এলসিডি প্যানেলের তুলনায় একটি উল্লেখযোগ্য আপগ্রেড হবে। ভেজা হাতে ফোনের ব্যবহার অব্যাহত রাখার জন্য ডিভাইসটিতে অ্যাকোয়াটাচ প্রযুক্তি থাকবে। এই ফিচারটি OnePlus Nord CE 4 এবং প্রিমিয়াম OnePlus 12 সিরিজেও পাওয়া যায়। আসন্ন ডিভাইসটিতে ৮০ ওয়াট ওয়্যার্ড এবং ৫ ওয়াট রিভার্স চার্জিংয়ের সাপোর্ট সহ ৫,৫০০ এমএএইচ ব্যাটারি ইউনিট থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। Nord CE 4 Lite 5G ফোনের প্রসেসর, স্টোরেজ কনফিগারেশন এবং ক্যামেরা সহ বাকি বিবরণগুলি আগামী দিনে কোম্পানির তরফে প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন