জল্পনা সত্যি করে ভারতে আসছে OnePlus Nord CE 5G ও OnePlus Nord 2

OnePlus আগামী মাসেই Nord 2 ও Nord N10 5G লঞ্চ করতে চলেছে। খুব সম্প্রতি টিপস্টার মুকুল শর্মার এই টুইট ঘিরে প্রবল জল্পনার...
SHUVRO 27 May 2021 8:53 PM IST

OnePlus আগামী মাসেই Nord 2 ও Nord N10 5G লঞ্চ করতে চলেছে। খুব সম্প্রতি টিপস্টার মুকুল শর্মার এই টুইট ঘিরে প্রবল জল্পনার সৃষ্টি হয়। টিপস্টার দাবি করেন, এই দু'টি স্মার্টফোনের মধ্যে একটি ১০ জুন এবং অপরটি ২৫ জুন আত্মপ্রকাশ করবে। আজ, OnePlus-এর তরফেও অফিসিয়ালি এমনই বার্তা দেওয়া হয়েছে। OnePlus একটি স্পেশাল সামার লঞ্চ ইভেন্ট ( OnePlus Summer Launch Event) হোস্ট করবে ঘোষণা করেছে। কবে সেই ইভেন্ট বা ইভেন্টে কী প্রোডাক্ট লঞ্চ হবে, তা অবশ্য OnePlus বলেনি।

ভারতে ওয়ানপ্লাসের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে লঞ্চ ইভেন্টের বিষয়ে নিশ্চিত করা হয়েছে। টিজার ছবি থেকে ইভেন্টের ব্যাপারে বিশেষ কিছু সামনে আসেনি। ছবির সাথে যে লিঙ্ক দেওয়া হয়েছিল, সেখানে ক্লিক করলে অ্যামাজন ইন্ডিয়ার মাইক্রোসাইটে রিডাইরেক্ট করছে। সুতরাং লঞ্চের পর প্রোডাক্টটি যে অ্যামাজনে উপলব্ধ হবে, এটি সে দিকেই নির্দেশ করছে।

এবার প্রশ্ন হচ্ছে, OnePlus-এর স্পেশাল সামার লঞ্চ ইভেন্টে কোন স্মার্টফোনের ঘোষণা হতে পারে?
প্রথমেই আসছে Nord N10 5G-এর সাক্সেসর Nord CE 5G -এর নাম। মুকুল শর্মা লঞ্চ ইভেন্টের URL-এ একটি নর্ড স্মার্টফোনের নাম খুঁজে পেয়েছেন। এছাড়াও, সেখানে "Ebba" কোডনাম অর্ন্তভুক্ত আছে। যা Nord CE 5G-এর কোডনাম বলে পরিচিত।

জল্পনা বলছে, ওয়ানপ্লাস নর্ড সিই ৫জি স্মার্টফোনটি জুনের ১০ বা ২৫ তারিখ লঞ্চ হতে পারে। ডিজাইন রেন্ডারের কথায় আসলে, এতে ৬.৪৯ হোল-পাঞ্চ ডিসপ্লে দেখা যাবে। এছাড়া, ওয়ানপ্লাস নর্ড সিই ৫জি-এ ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে।

আবার OnePlus Nord 2 নামে আরও একটি ডিভাইস OnePlus লঞ্চ করতে পারে। গত বছরের জুলাইতে ভারতে লঞ্চ হওয়া OnePlus Nord-এর উত্তরসূরী যে OnePlus Nord 2 নামেই আসছে, তা ইতিমধ্যেই কোম্পানি কনফার্ম করেছে। OnePlus Nord 2, মিডিয়াটেক ডায়মেনসিটি ১২০০ (MediaTek Dimensity 1200) প্রসেসর সহ আসতে পারে। OnePlus Nord 2 যেহেতু BIS সার্টিফিকেশন সাইটেও দেখা গেছে, তাই ফোনটির লঞ্চের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Show Full Article
Next Story
Share it