আরও সস্তায় আসছে OnePlus Nord CE 5G, লঞ্চের আগেই ফাঁস দাম ও সেলের তারিখ

আজই OnePlus তাদের আসন্ন মিড রেঞ্জ ফোন OnePlus Nord CE 5G এর অস্তিত্ব স্বীকার করেছে। পাশাপাশি সংস্থাটি জানিয়েছে, আগামী ১০ জুন এই ফোনটি ভারত ও…

আজই OnePlus তাদের আসন্ন মিড রেঞ্জ ফোন OnePlus Nord CE 5G এর অস্তিত্ব স্বীকার করেছে। পাশাপাশি সংস্থাটি জানিয়েছে, আগামী ১০ জুন এই ফোনটি ভারত ও ইউরোপে লঞ্চ হবে। ইতিমধ্যেই ই-কমার্স সাইট Amazon, ওয়ানপ্লাস নর্ড সিই ৫জি ফোনের জন্য একটি ডেডিকেটেড মাইক্রোসাইট লাইভ করেছে। যদি এখান থেকে ফোনটি সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। তবে টিপস্টারদের সৌজন্যে OnePlus Nord CE 5G এর দাম এবার সামনে এল। পাশাপাশি এই ফোনের সেলের তারিখ আমরা জানতে পেরেছি।

OnePlus তাদের ওয়েবসাইটে জানিয়েছে, আগামী ১০ জুন OnePlus Nord CE 5G এর সাথে ভারতে লঞ্চ হবে OnePlus TV U1S স্মার্টটিভি। এরমধ্যে OnePlus Nord CE 5G এর প্রি-অর্ডার শুরু হবে ১১ জুন। যদিও রেড কেবল ক্লাব মেম্বাররা ওইদিন কেবল প্রি-অর্ডার করে পারবে। ১৬ জুন থেকে ফোনটির ওপেন সেল শুরু হবে।

OnePlus Nord CE 5G এর দাম

টিপস্টার, যোগেশ একটি টুইটে জানিয়েছে, ওয়ানপ্লাস নর্ড সিই ৫জি ভারতে ওয়ানপ্লাস নর্ড এর তুলনায় ২,০০০ টাকা সস্তায় লঞ্চ হবে। জানিয়ে রাখি ভারতে ওয়ানপ্লাস নর্ড এর দাম শুরু হয়েছে ২৪,৯৯৯ টাকা থেকে। সেক্ষেত্রে টিপস্টারের কথা বিশ্বাস করলে, ওয়ানপ্লাস নর্ড সিই ৫জি এর দাম শুরু হবে ২২,৯৯৯ টাকা থেকে।

OnePlus Nord CE 5G সম্পর্কে আপাতত কি জানা গেছে

ওয়ানপ্লাস নর্ড সিই ৫জি ফোনটি আসলে গত বছর অক্টোবরে লঞ্চ হওয়া নর্ড এন১০ ৫জি এর উত্তরসূরী হবে। এই ফোনে কোডনাম ‘ebba।’ এই ফোনে ৬.৪৯ ইঞ্চি পাঞ্চ হোল ডিসপ্লে দেখা যেতে পারে। ফটোগ্রাফির জন্য থাকতে পারে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। সিকিউরিটির জন্য পাওয়া যেতে পারে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটি গ্লজি ফিনিশ সহ প্লাস্টিক ব্যাক প্যানেলের সাথে আসবে। এতে ৩.৫মিমি অডিও জ্যাক থাকবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন