OnePlus Nord N200 5G আগামী ১৫ জুন ২০ হাজার টাকার কমে লঞ্চ হবে, দেখা গেল FCC সার্টিফিকেশন সাইটে

OnePlus কয়েকদিন আগেই ভারত ও ইউরোপে লঞ্চ করেছে Nord CE 5G (নর্ড সিই ৫জি)। এই ফোনটি স্ন্যাপড্রাগন ৭৫০জি প্রসেসর সহ বাজারে এসেছে। তবে সূত্র অনুযায়ী,…

OnePlus কয়েকদিন আগেই ভারত ও ইউরোপে লঞ্চ করেছে Nord CE 5G (নর্ড সিই ৫জি)। এই ফোনটি স্ন্যাপড্রাগন ৭৫০জি প্রসেসর সহ বাজারে এসেছে। তবে সূত্র অনুযায়ী, আগামী ১৫ জুন কোম্পানিটি আরও একটি ফোন আমেরিকা ও কানাডায় লঞ্চ করতে চলেছে, যার নাম OnePlus Nord N200 5G (ওয়ানপ্লাস নর্ড এন২০০ ৫জি)। এই ফোনে কোয়ালকম স্ন‌্যাপড্রাগন ৪৮০ প্রসেসর ব্যবহার করা হতে পারে। লঞ্চের কয়েকদিন আগেই এই ফোনকে আমেরিকার FCC সার্টিফিকেশন সাইটে দেখা গেল।

সার্টিফিকেশন সাইটে OnePlus Nord N200 5G কে DE2117 এবং DE2118 মডেল নম্বরের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ ফোনটি দুটি ভ্যারিয়েন্টে আসবে। এছাড়া সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে এই ফোনে বিভিন্ন ব্যান্ড ও কানেক্টিভিটি অপশন সাপোর্ট করবে। যদিও এছাড়া FCC থেকে আর কোনো তথ্য সামনে আসেনি।

তবে, ওয়ানপ্লাসের সিইও, Pete Lau কয়েকদিন আগে জানিয়েছিলেন, আসন্ন নর্ড এন২০০ ৫জি ফোনে গতবছরে লঞ্চ হওয়া Nord N10 এর মত ফিচার থাকবে। এতে ৬.৪৯ ইঞ্চি আইপিএস এলসিডি দেখা যাবে। এই ডিসপ্লের ডিজাইন হবে পাঞ্চ হোল, এবং এটি ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ফুল এইচডি প্লাস রেজোলিউশন অফার করবে।

এছাড়া OnePlus Nord N200 5G স্ন্যাপড্রাগন ৪৮০ প্রসেসর সহ আসতে পারে। আবার এতে থাকতে পারে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি, যার সাথে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই ফোনের দাম হতে পারে ২৫০ ডলারের (প্রায় ১৮, ২০০ টাকা) কাছাকাছি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন