ওয়ানপ্লাসে চলে এল Android 15 Beta 2 আপডেট, তবে ডাউনলোডের আগে সাবধান

ওয়ানপ্লাস তাদের দুই ফ্ল্যাগশিপ স্মার্টফোনে অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমের সেকেন্ড বিটা আপডেট রোলআউট করতে শুরু...
SUMAN 30 Jun 2024 4:09 PM IST

ওয়ানপ্লাস তাদের দুই ফ্ল্যাগশিপ স্মার্টফোনে অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমের সেকেন্ড বিটা আপডেট রোলআউট করতে শুরু করেছে। ফোন দু'টি হল ওয়ানপ্লাস ১২ এবং ওয়ানপ্লাস ওপেন। তবে এটি আর্লি ডেভেলপমেন্ট স্টেজে থাকার কারণে ডেভেলপার ও টেক-স্যাভি ইউজারদের জন্য উপযুক্ত বলে জানিয়েছে সংস্থা। ডাউনলোডের জন্য কয়েকটি শর্তও রেখেছে তারা।

ওয়ানপ্লাস বলেছে,"যদি সফটওয়্যার ডেভেলপমেন্টে কোনও এক্সপিরিয়েন্স না থাকে বা প্রতিদিন স্মার্টফোন অনেকক্ষণ ব্যবহার করে থাকা হয়, তাহলে আপডেটটি না ইন্সটল করাই শ্রেয়।" স্টেবেল নয় এমন সফটওয়্যারের সঙ্গে স্বাচ্ছন্দ্যবোধ করতে পারলে তবেই সেটি ডাউনলোডের পরামর্শ দেওয়া হয়েছে সংস্থার তরফে।

ওয়ানপ্লাস ফোরামের অফিশিয়াল পোস্ট অনুযায়ী, অ্যান্ড্রয়েড ১৫ বিটা টু সিস্টেম স্টেবিলিটি এবং পারফরম্যান্সের উপর ফোকাস করে। এতে এমন এক সমস্যার সমাধান করা হয়েছে যখন স্ক্রিনশট প্রিভিউ করার সময় অটো পিক্সেলেট ফাংশন কাজ করছিল না। এছাড়া, ওয়ানপ্লাস ওপেন ব্যবহারকারীরা স্প্লিট-স্ক্রিন মোডে যে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন তারও ফিক্স আনা হয়েছে।

বিটা স্টেজে থাকার ফলে আপডেটে কিছু বাগ থাকতে পারে। যার মধ্যে কিছু ওয়ানপ্লাস লিস্টেড করেছে। যেমন ওয়ানপ্লাস ১২ ইউজাররা মিউজিক চালানো, এয়ার জেসচার ফিচার ব্যবহার, ক্যামেরা মোড সুইচ, ও ওয়ালপেপার সেটিংসে গিয়ে আইকন স্টাইল সিলেক্ট করার সময় প্রবলেম ফেস করতে পারেন। ওয়ানপ্লাস ওপেন ফোল্ডেবল ফোনটিতেও এক সমস্যা দেখা যেতে পারে। এরপরেও বিটা প্রোগ্রামে অংশগ্রহণ করতে চাইলে ওয়ানপ্লাস ফোরামে বিস্তারিত জেনে নিতে পারেন।

Show Full Article
Next Story