OnePlus 10 Pro থেকে OnePlus Nord 3, চলতি বছরে বাজারে আসছে একাধিক ওয়ানপ্লাস ডিভাইস
স্মার্টফোন সংস্থা ওয়ানপ্লাস (OnePlus) প্রথম দিকে প্রতি বছরে একটি মাত্র স্মার্টফোন সিরিজ লঞ্চ করত। এরপর OnePlus T...স্মার্টফোন সংস্থা ওয়ানপ্লাস (OnePlus) প্রথম দিকে প্রতি বছরে একটি মাত্র স্মার্টফোন সিরিজ লঞ্চ করত। এরপর OnePlus T সিরিজের স্মার্টফোনগুলির সাথে সংখ্যাটি বেড়ে দুটিতে দাঁড়ায়। আবার এখন কয়েক বছর পরে, সংস্থার Nord লাইনআপটি লঞ্চ হওয়ার এবং ওপ্পোর সাথে একীভূত হওয়ার পরে সংখ্যাটি আরও বেড়েছে। এখনও পর্যন্ত, এই ব্র্যান্ডটি চলতি বছরে দুটি ফোন উন্মোচন করেছে৷ আর এবার এক পরিচিত টিপস্টার জানিয়েছেন, এই বছর ওয়ানপ্লাসের কমপক্ষে ছয়টি স্মার্টফোন লঞ্চ হওয়ার অপেক্ষায় রয়েছে।
চলতি বছরে বাজারে আসছে একাধিক OnePlus স্মার্টফোন
টিপস্টার যোগেশ ব্রার টুইটারে আপকামিং ওয়ানপ্লাস হ্যান্ডসেটগুলির জন্য একটি সম্ভাব্য লঞ্চ টাইমলাইন শেয়ার করেছেন। তার টুইটে ছয়টি নতুন ডিভাইসের তালিকা রয়েছে যেগুলি চলতি মাস থেকে শুরু করে এবছরের তৃতীয় ত্রৈমাসিক পর্যন্ত সময়ে বাজারে আত্মপ্রকাশ করবে। তবে মনে করা হচ্ছে এই ছয়টি ফোনের পাশাপশি আরও কিছু মডেলও থাকতে পারে, কারণ টিপস্টার এই তালিকায় আপকামিং এন্ট্রি-লেভেল নর্ড সিরিজের উত্তরসূরিগুলির উল্লেখ করেননি। তাহলে আসুন এই হ্যান্ডসেটের লঞ্চের সময়সূচীটি দেখে নেওয়া যাক।
২০২২-এ ওয়ানপ্লাস স্মার্টফোন লঞ্চের টাইমলাইন
মার্চ - OnePlus 10 Pro
এপ্রিল - OnePlus Nord CE 2 Lite
এপ্রিলের শেষের দিকে/মে মাসের প্রথম দিকে - OnePlus Nord 2T
মে - OnePlus 10R
জুলাই – OnePlus Nord 3 (Oneplus Nord Pro)
চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকে – OnePlus 10 Ultra (OnePlus 10 Pro+)
ওপরে উল্লিখিত সমস্ত ফোনগুলি সম্পর্কেই বিভিন্ন রিপোর্ট থেকে এর আগে একাধিক তথ্য সামনে এসেছে। এমনকি ইতিমধ্যে OnePlus 10 Pro ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি গত জানুয়ারি মাস থেকে চীনের বাজারে বিক্রির জন্য উপলব্ধও রয়েছে। আশা করা যায় আগামী দিনে এই হ্যান্ডসেটগুলি সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানা যাবে।