১ মিনিটেই বিক্রি শেষ ওয়ানপ্লাসের সস্তা স্মার্ট টিভি, দাম শুরু ১৩ হাজার টাকা থেকে

গত ২ জুলাই ফ্ল্যাগশিপ স্মার্টফোন নির্মাতা কোম্পানি ওয়ানপ্লাস ভারতে তাদের নতুন স্মার্ট টিভি লঞ্চ করেছিল। কোম্পানির এই...
techgup 8 July 2020 11:35 AM IST

গত ২ জুলাই ফ্ল্যাগশিপ স্মার্টফোন নির্মাতা কোম্পানি ওয়ানপ্লাস ভারতে তাদের নতুন স্মার্ট টিভি লঞ্চ করেছিল। কোম্পানির এই টিভিগুলি দুটি সিরিজে এসেছে- U সিরিজ এবং Y সিরিজ। ওয়ানপ্লাসের এই টিভিগুলি বাজেট রেঞ্জে লঞ্চ করেছিল। যে কারণে টিভিগুলিকে মানুষ কতটা পছন্দ করবে তা নিয়ে ধন্ধে ছিল খোদ ওয়ানপ্লাস নিজেই। কারণ এর আগে তারা সস্তায় কোনো ডিভাইস লঞ্চ করেনি। যদিও ৫ জুলাই সেল অনুষ্ঠিত হওয়ার পর পরিষ্কার এই স্মার্ট টিভিগুলি ভারতে ব্যাপক জনপ্রিয়তা পাবে। কারণ প্রথম সেলেই এই টিভি ১ মিনিটের মধ্যে সোল্ড আউট হয়ে যায়। যদিও কোম্পানি এই সেলে কত ইউনিট টিভি বিক্রির জন্য এনেছিল তা জানা যায়নি। এই টিভির পরবর্তী সেল কবে তা এখনও জানা যায়নি।

https://twitter.com/OnePlus_IN/status/1279684858202087426

OnePlus TV 32Y1, OnePlus TV 43Y1, OnePlus TV 55U1 দাম ও অফার :

ভারতে ওয়ানপ্লাস টিভি Y সিরিজে দুটি মডেল উপলব্ধ। এর ৩২ ইঞ্চি মডেলের দাম ১২,৯৯৯ টাকা। আবার ৪৩ ইঞ্চি মডেলের দাম ২২,৯৯৯ টাকা। অন্যদিকে ওয়ানপ্লাস টিভি U সিরিজ একটি মডেলে এসেছে। এর ৫৫ ইঞ্চি মডেলের দাম ৪৯,৯৯৯ টাকা।

OnePlus TV U সিরিজ স্পেসিফিকেশন :

ওয়ানপ্লাস ইউ সিরিজের ৫৫ ইঞ্চি টিভি সম্পর্কে বললে এতে 4K LED ডিসপ্লে আছে, যার রেজুলেশন ৩৮৪০ x ২১৬০ পিক্সেল। আবার এর স্ক্রিন টু বডি রেশিও ৯৫ শতাংশ। এই টিভিতে কোম্পানি কোয়াড কোর মিডিয়াটেক প্রসেসর ব্যবহার করেছে। যেখানে MEMC টেকনোলজি সাপোর্ট করবে। এই টিভিতে HDR, Dolby Atmos অডিও, DTS-HD সাপোর্ট আছে। এতে ৩০ ওয়াটের ৪টি স্পিকার দেওয়া হয়েছে।আবার আপনি গুগল প্লে স্টোর থেকে পছন্দসই অ্যাপ ডাউনলোড করতে পারবেন। এই টিভি গুগল অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট সহ এসেছে। ওয়ানপ্লাস দাবি করেছে যে, স্লিম ফর্ম ফ্যাক্টরের সাথে আসা এই টিভির থিকনেস ৬.৯এমএম।

OnePlus TV Y সিরিজ স্পেসিফিকেশন :

ওয়ানপ্লাসের ওয়াই সিরিজের ৩২ ইঞ্চি মডেল এইচডি ডিসপ্লের সাথে এসেছে। যার রেজুলেশন ১৩৬৬ x ৭৬৮ পিক্সেল। আবার ৪৩ ইঞ্চি মডেল ফুল এইচডি প্লাস ডিসপ্লের সাথে এসেছে। যার রেজুলেশন ১৯২০ x ১০৮০ পিক্সেল। এতে গামা ইঞ্জিন, নয়েস রিডাকশন ফিচার উপলব্ধ। টিভিটিতে পাবেন Dolby Audio সাপোর্ট। এতে ২০ ওয়াটের দুটি স্পিকার আছে। এই টিভিটিও অ্যান্ড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেমে চলে।

OnePlus TV U সিরিজ Y সিরিজ অন্যান্য ফিচার :

এই টিভিগুলিতে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ভার্সন ৫ দেওয়া হয়েছে। টিভিগুলি OnePlus Connect app দ্বারা নিয়ন্ত্রণ করা যাবে। এতে তিনটি এইচডিএমআই পোর্ট, দুটি ইউএসবি পোর্ট, এভি ইনপুট আছে। আবার এতে বিল্ট ইন ক্রোমকাস্ট ফিচার পাবেন, যার দ্বারা মোবাইলের কনটেন্ট টিভিতে দেখা যাবে।

Show Full Article
Next Story
Share it