OnePlus TV 40Y1: সস্তায় ৪০ ইঞ্চি স্ক্রিন সাইজের নতুন স্মার্টটিভি আনছে OnePlus

BBK মালিকানাধীন কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড OnePlus, ভারতে তাদের স্মার্টটিভি লাইনআপকে সম্প্রসারিত করার পরিকল্পনা নিচ্ছে। আগামী সপ্তাহের ২৪শে মে সংস্থাটি তার Y সিরিজ লাইনআপে একটি নতুন…

BBK মালিকানাধীন কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড OnePlus, ভারতে তাদের স্মার্টটিভি লাইনআপকে সম্প্রসারিত করার পরিকল্পনা নিচ্ছে। আগামী সপ্তাহের ২৪শে মে সংস্থাটি তার Y সিরিজ লাইনআপে একটি নতুন স্মার্টটিভি লঞ্চ করবে। সংস্থাটি তার ওয়েবসাইটে জানিয়েছে যে, ডিভাইসটির নাম হবে OnePlus TV 40Y1, অর্থাৎ টিভিটির স্ক্রিনসাইজ থাকবে ৪০ ইঞ্চি।

আসন্ন টিভির জন্য বানানো, মাইক্রোসাইট থেকে এর কয়েকটি মূল স্পেসিফিকেশন সামনে এসেছে। জানা গেছে যে, OnePlus TV 40Y1 স্মার্টটিভিটি ১ জিবি র‍্যাম এবং ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ আসবে। এতে ব্যবহার করা হবে ৬৪-বিট প্রসেসর। এটি অ্যান্ড্রয়েড টিভি ৯-বেসড অক্সিজেন প্লে অপারেটিং সিস্টেমে চলবে। এছাড়াও এই টিভিতে থাকবে ১৯২০x১০৮০ পিক্সেল রেজোলিউশন সহ একটি ৪০ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। এই ডিসপ্লেতে গামা ইঞ্জিন পিকচার এনহ্যান্সার (Gamma Engine picture enhancer) প্রযুক্তি ব্যবহার করা হবে। আবার টিভিটি ৯৩% কভারেজ সহ DCI-P3 কালার গ্যামেট, বেজেললেস অফার করবে।

এছাড়া OnePlus TV 40Y1 স্মার্টটিভিতে ইনবিল্ট Chromecast, Alexa এবং Google Assistant সাপোর্টের পাশাপাশি Google Play store-এর অ্যাক্সেসও পাওয়া যাবে। সাউন্ডের জন্য ডিভাইসটিতে থাকবে ডলবি অডিও সাপোর্ট সহ দুটি ২০ ওয়াট স্পিকার। কানেক্টিভিটির জন্য এতে পাওয়া যাবে একটি Ethernet পোর্ট, RF কানেকশন ইনপুট, দুটি HDMI পোর্ট, একটি AV In, একটি ডিজিটাল অডিও আউটপুট এবং দুটি USB ২.০ পোর্ট। বিনোদনের জন্য টিভিটিতে Netflix, Prime Video, Disney+ Hotstar, এবং YouTube প্রি-ইন্সটল থাকবে।

OnePlus তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে একটি টুইট করে জানিয়েছে যে, OnePlus TV 40Y1, অফলাইনে ওয়ানপ্লাস স্টোর এবং অনলাইনে OnePlus.in এবং Flipkart এর মাধ্যমে পাওয়া যাবে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি, OnePlus-এর Y সিরিজের অ্যান্ড্রয়েড স্মার্টটিভিগুলি সাশ্রয়ী মূল্যেই মার্কেটে উপলব্ধ। এই মুহূর্তে সংস্থাটির Y সিরিজের দুটি স্মার্টটিভি বাজারে সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়। সেগুলি হল OnePlus TV 32Y1 এবং OnePlus TV 43Y1, যাদের দাম যথাক্রমে ১৫,৯৯৯ টাকা এবং ২৬,৯৯৯ টাকা।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন