অনলাইনে জুয়া, MPL সহ সমস্ত Fantasy Mobile Games ব্যান করলো কর্ণাটক

ফ্যান্টাসি মোবাইল গেম (Fantasy Mobile Games) ভক্তদের জন্য দুঃসংবাদ। কর্ণাটক সরকারের নতুন আইনের ফলে সবধরনের ফ্যান্টাসি মোবাইল গেম নিষিদ্ধ হতে চলেছে। মঙ্গলবার কর্ণাটক সরকার সেই…

ফ্যান্টাসি মোবাইল গেম (Fantasy Mobile Games) ভক্তদের জন্য দুঃসংবাদ। কর্ণাটক সরকারের নতুন আইনের ফলে সবধরনের ফ্যান্টাসি মোবাইল গেম নিষিদ্ধ হতে চলেছে। মঙ্গলবার কর্ণাটক সরকার সেই সমস্ত ফ্যান্টাসি মোবাইল গেমের উপরে নিষেধাজ্ঞা আরোপ করে, যেখানে খেলার সাথে জড়িতদের আর্থিক ক্ষতির সম্ভাবনা প্রবল। এছাড়া বেটিং ও টাকা বাজি রাখতে উৎসাহিত করে, অথবা ক্রিকেট বা ফুটবলের মতো কোনো খেলার ফলাফলকে কেন্দ্র করে যেখানে টাকা লাগানোর চল রয়েছে, সেই সমস্ত Fantasy Mobile Game নতুন আইনের ফলে নিষেধাজ্ঞার মুখে পড়বে। আইন অনুযায়ী ইতিমধ্যেই জনপ্রিয় গেম Mobile Premier League বা MPL নিষিদ্ধ করা হয়েছে।

Fantasy Mobile Game ব্যান করল কর্নাটক

কর্ণাটক সরকারের নতুন আইনের ফলে দেশজুড়ে রমরমিয়ে ব্যবসা ফেঁদে বসা ফ্যান্টাসি মোবাইল গেমগুলির উত্থান যে বড় ধাক্কার সম্মুখীন হবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। সম্প্রতি এই জাতীয় গেম ও অ্যাপ্লিকেশনের প্রসারে কোটি কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। সহজে নগদ টাকা জেতার লোভ দেখিয়ে নতুন গেমগুলি খুব সহজেই মানুষকে আকৃষ্ট করছে যা বহুক্ষেত্রে উদ্বেগজনক। কর্ণাটকের নতুন আইন এদের বাড়বাড়ন্ত কিছুটা হলেও কমাবে বলে আমাদের ধারণা।

অবশ্য আইনিভাবে সমস্ত ফ্যান্টাসি মোবাইল গেমের প্রসার রুখে দেওয়ার প্রচেষ্টা এই প্রথম নয়। এর আগেও তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশের সরকার এদের উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এছাড়া তামিলনাড়ু সরকার গেমগুলি নিষিদ্ধ করতে বিল পাশের উদ্যোগ নেয়। যদিও হাইকোর্টের হস্তক্ষেপের ফলে সেই উদ্যোগ জোর আঘাত পেয়েছে।

নিষেধাজ্ঞার মুখোমুখি হলেও জনপ্রিয় ফ্যান্টাসি মোবাইল গেম প্রস্তুতকারকদের তরফ থেকে এই বিষয়ে কোনো মন্তব্য শোনা যায়নি। তবে MPL গেম ওপেন করলেই কর্ণাটকবাসীরা – “Sorry! The law in your state does not permit you to play Fantasy sports”/“Fantasy games are locked”/“cash games are locked” জাতীয় মেসেজ দেখতে পাচ্ছেন। অর্থাৎ এক্ষেত্রে আইন যে কার্যকর হয়েছে সেটা স্পষ্ট।

উল্লেখ্য, অল ইন্ডিয়া গেমিং ফেডারেশনের প্রধান কার্যনির্বাহী রোনাল্ড ল্যান্ডার্স (Roland Landers) কর্ণাটক সরকারের নয়া আইনের বিরুদ্ধে কোর্টে যাওয়ার কথা জানিয়েছেন। আসলে ফ্যান্টাসি মোবাইল গেমগুলির আয়ের একটা বড় অংশ দক্ষিণ ভারত থেকে আসে। সেকারণেই এদের বিনিয়োগকারীরা নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি লড়াইয়ের পথে হাঁটার কথা ভাবছেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন