Online Pan Card: অনলাইনে প্যান কার্ড আবেদন করতে গিয়ে ৭.৭ লক্ষ টাকা খোয়ালেন এক ব্যক্তি, আপনিও বিপদে পড়তে পারেন

সাইবার জালিয়াতির খপ্পরে পড়ে ৭.৭ লক্ষ টাকার বেশি খোয়ালেন কানপুরের এক ব্যক্তি। জানা গিয়েছে, অনলাইনে প্যান কার্ড আবেদন করতে গিয়ে সাইবার হানার শিকার হয়েছেন তিনি।

Suvrodeep Chakraborty 3 Dec 2024 10:27 PM IST

অফলাইন থেকে ক্রমশ অনলাইন হচ্ছে নানা সরকার-বেসরকারি প্রক্রিয়া। কিন্তু এই গতির তাল মেলাতে ব্যর্থ হচ্ছেন অনেকেই। ফলস্বরূপ, নানা প্রকার সাইবার জালিয়াতির শিকার হচ্ছেন তারা। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে কানপুরের বাসিন্দা সুরেশ চন্দ্র শর্মার সঙ্গে। অনলাইনে প্যান কার্ড আবেদন করতে গিয়ে ৭.৭ লক্ষ টাকা খুইয়ে বসেছেন তিনি। কিন্তু কীভাবে এই প্রতারণার খপ্পরে পড়লেন তিনি?

সংবাদ মাধ্যম সূত্রে খবর, সর্বোদয় নগরের নবশীল মতি বিহারের বাসিন্দা সুরেশ চন্দ্র শর্মা। তিনি তার প্রপৌত্র কনিষ্ক পান্ডের জন্য একটি প্যান কার্ড আবেদন করছিলেন। যিনি থাকেন মার্কিন যুক্তরাষ্ট্রে। এই ঘটনাটি ঘটেছে ১০ নভেম্বর।

প্যান কার্ড আবেদনে সাহায্য পাওয়ার জন্য অনলাইনে সার্চ করার সময় তিনি একটি বৈধ গ্রাহক পরিষেবা হেল্পলাইনের খোঁজ পান।

সেখানে দুই ব্যক্তির সঙ্গে যোগাযোগ হয় তার। যারা নিজেদের অবিনাশ অবস্থি এবং রাজীব রঞ্জন হিসাবে পরিচয় দেয়। তারা নিজেদের গ্রাহক পরিষেবা নির্বাহী হিসাবে প্রকাশ করেন। সুরেশ চন্দ্র শর্মার কথায়, তাকে প্যান কার্ডের আবেদনের জন্য গ্যারান্টার হিসাবে কাজ করতে বলা হয়। আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করার অজুহাত দেখিয়ে তার থেকে তার আধার কার্ড, প্যান কার্ড এবং ব্যাঙ্কিং বিশদগুলির কপি চাওয়া হয়।

এই সমস্ত দাবি মেনে নেন তিনি। দুই প্রতারককে বিশদ তথ্য দিতেই ঘটে কেলেঙ্কারি। তার ব্যাঙ্কের তথ্য ব্যবহার করে প্রথমে ১,৪০,০৭১ টাকা, তারপর ৬,৩০,০৭১ টাকা লোপাট করে জালিয়াতরা। মোট ৭.৭ লক্ষ টাকা লোপাট করা হয় তার ব্যাঙ্ক থেকে। অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট হওয়ার মেসেজ পেতেই বুঝে যান যে বড়সড় জালিয়াতির ফাঁদে পড়েছেন তিনি।

এই ধরনের প্রতারণা থেকে বাঁচতে কী করবেন?

সর্বদা ওয়েবসাইট বা গ্রাহক পরিষেবা নম্বরগুলির সত্যতা যাচাই করুন।

প্যান কার্ড-সম্পর্কিত পরিষেবাগুলির জন্য NSDL বা UTIITSL-এর মতো সরকাররি সরকারি পোর্টালগুলি ব্যবহার করুন৷

সংবেদনশীল তথ্য যেমন আধার বা প্যান কার্ডের বিবরণ এবং ব্যাঙ্কিং শংসাপত্রগুলি কোনও ব্যক্তি বা প্ল্যাটফর্মের সাথে শেয়ার করবেন না।

গ্রাহক সহায়তার প্রতিনিধিত্ব করার দাবি করে এমন অযাচিত কল বা বার্তা থেকে সতর্ক থাকুন।

বৈধ সংস্থাগুলি খুব কমই ফোনে সংবেদনশীল তথ্যের জন্য অনুরোধ করে।

সন্দেহ হলে, সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে পুলিশ বা সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল - cybercrime.gov.in-এ রিপোর্ট করুন।

Show Full Article
Next Story