বাড়ল ডাউনলোড স্পিড, Ookla মোবাইল ব্রডব্যান্ড স্পিড সূচকে দুধাপ এগিয়ে এল ভারত

পূর্বের তুলনায় উন্নত মোবাইল ইন্টারনেট স্পিড প্রদানের ফলে সবেমাত্র প্রকাশিত ওকলা’র (Ookla) বৈশ্বিক সূচকে দুই ধাপ উপরে উঠে এল ভারত। এপ্রিল মাসজুড়ে প্রাপ্ত পরিসংখ্যানের ভিত্তিতে…

পূর্বের তুলনায় উন্নত মোবাইল ইন্টারনেট স্পিড প্রদানের ফলে সবেমাত্র প্রকাশিত ওকলা’র (Ookla) বৈশ্বিক সূচকে দুই ধাপ উপরে উঠে এল ভারত। এপ্রিল মাসজুড়ে প্রাপ্ত পরিসংখ্যানের ভিত্তিতে সমীক্ষাকারী Ookla তাদের উক্ত সূচক তৈরী করেছে। দেখা গেছে মার্চ মাসের তুলনায় মোবাইল ইন্টারনেট পরিষেবার ক্ষেত্রে ভারত বেশ কিছুটা অগ্রগতি ঘটাতে সফল হয়েছে, যা দেশীয় ইউজারদের জন্য অত্যন্ত সুখবর। তবে একই সময়ে ভারতে ফিক্সড ব্রডব্যান্ড পরিষেবার মান উল্লেখযোগ্যভাবে খারাপ হয়েছে। এর ফলে Ookla -র সূচকে ভারত আগের অবস্থান থেকে পুরো চার ধাপ নিচে নেমেছে। অন্যদিকে উভয় সূচকে দারুণ ফলাফল তুলে ধরেছে মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমীরশাহী এবং সিঙ্গাপুর। আসুন এ ব্যাপারে সংক্ষেপে জেনে নেওয়া যাক।

এপ্রিল মাসে ভারতে মোবাইল ইন্টারনেট স্পিড

সবেমাত্র প্রকাশিত উকলার গতিপরীক্ষক বৈশ্বিক সূচকের মতে, এপ্রিল মাসে ভারতে গড় ১৪.১৯ মেগাবাইট/সেকেন্ড (Mbps) মোবাইল ডাউনলোড গতি পাওয়া গেছে। মার্চে এই গতি ছিল ১৩.৬৭ এমবিপিএস। ফলে এক্ষেত্রে পরিষেবার মানে যে কিছুটা উন্নতি হয়েছে, সেটা স্পষ্ট। এজন্য ওকলার বৈশ্বিক সূচকে ভারত পূর্বের ১২০ নম্বর অবস্থান থেকে ১১৮ নম্বরে উঠে এসেছে।

এপ্রিল মাসে ভারতে ফিক্সড ব্রডব্যান্ড গতি

আবার সমসময়ে ফিক্সড ব্রডব্যান্ড গতিতে পতনের ফলে আমাদের দেশ উকলা কর্তৃক প্রকাশিত সূচকে পিছিয়ে পড়েছে। মার্চে যেখানে দেশে ফিক্সড ব্রডব্যান্ড গতি ছিল গড়ে ৪৮.১৫ এমবিপিএস, সেখানে এপ্রিলে এই গতি দাঁড়িয়েছে ৪৮.০৯ এমবিপিএস। এজন্য ভারত পূর্বের ৭২তম অবস্থান থেকে ৭৬ নম্বরে নেমে গিয়েছে, যা কোনওমতেই ভালো ফলাফল নয় হিসেবে স্বীকার্য নয়।

উল্লেখ্য, Ookla -র সূচক অনুযায়ী এপ্রিল মাসে মধ্যপ্রাচ্যের দেশ হিসেবে UAE অর্থাৎ সংযুক্ত আরব আমীরশাহী দারুণ ফলাফল তুলে ধরেছে। একই সময়ে উন্নত পরিষেবা প্রদানে সফল হয়েছে সিঙ্গাপুরও। সর্বাধিক ১৩৪.৪৮ এমবিপিএসের গড় মোবাইল ইন্টারনেট গতি প্রদানের ফলে এপ্রিল মাসে উকলার বৈশ্বিক সূচকে ১ম স্থান অধিকার করেছে ইউএই। আবার ফিক্সড ব্রডব্যান্ড গতির সূচকে ১ম স্থান অধিকারী সিঙ্গাপুর এপ্রিলে গড়ে ২০৭.৬১ এমবিপিএস গতির পরিষেবা সরবরাহ করেছে।