Sora AI: ভিডিও ক্রিয়েটরদের দিন শেষ? পছন্দ মতো ভিডিও তৈরি করে দেবে এই এআই টুল

গত ফেব্রুয়ারি মাসে Open AI একটি নতুন এআই টুল চালু করেছিল, যা দেখে অবাক হয়েছিল সমগ্র বিশ্ববাসী। কারণ, এই এআই টুলের তৈরি ভিডিও এতটাই উন্নত…

গত ফেব্রুয়ারি মাসে Open AI একটি নতুন এআই টুল চালু করেছিল, যা দেখে অবাক হয়েছিল সমগ্র বিশ্ববাসী। কারণ, এই এআই টুলের তৈরি ভিডিও এতটাই উন্নত যে আসল ভিডিও ও এর মধ্যে পার্থক্য খুঁজে বার করা কঠিন। আর OpenAI-এর এই টুলের নাম হল Sora AI, যা লিখিত নির্দেশের উপর ভিত্তি করে ভিডিও তৈরি করতে সক্ষম। অর্থাৎ Sora হল একটি টেক্সট টু ভিডিও AI টুল।

Sora AI আপনার টাইপ করা শব্দের উপর ভিত্তি করে অবিলম্বে একটি ভিডিও তৈরি করতে সক্ষম। এছাড়াও, টুলটি ভিডিওতে স্পেশাল এফেক্ট এবং একাধিক শটও যোগ করতে পারে। আবার এটি ফটোকে অ্যানিমেশনে পরিণত করতেও পারে।

এতদিন পর্যন্ত এই টুলটি ভিজ্যুয়াল আর্টিস্ট, ডিজাইনার এবং চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে সোরার তৈরি ভিডিওগুলি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ প্রদর্শিত হতে শুরু করেছে।

ওপেন এআই সংস্থার চিফ টেকনোলজি অফিসার মীরা মূর্তি দা ওয়াল স্ট্রীট জার্নাল কে একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, চলতি বছর তথা কয়েক মাসের মধ্যেই এই টেক্সট-টু-ভিডিও জেনারেটর প্ল্যাটফর্ম Sora AI জনসাধারণের জন্য উপলব্ধ হবে।

সাক্ষাৎকারে লঞ্চের কথা প্রকাশ করলেও মূর্তি স্পষ্টভাবে উল্লেখ করেননি যে, ব্যবহারকারীরা এটি বিনামূল্যে ব্যবহার করতে পারবেন, নাকি এর জন্য তাদের অর্থ প্রদান করতে হবে। তবে বেশ কিছু রিপোর্ট অনুযায়ী, সংস্থাটি প্রাথমিক ভাবে সোরা এআই টুলটি বিনামূল্যে ব্যবহার করার সুযোগ দিতে পারে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন