ভারতে আসার আগে Oppo A3 ফোনের স্পেসিফিকেশন এবং দাম ফাঁস হয়ে গেল

চীনা বাজারে Oppo A3 Pro স্মার্টফোনটি আত্মপ্রকাশ করার পর, সম্প্রতি এই ফোনটিকে ভারতে Oppo F27 Pro+ হিসাবে রিব্র্যান্ড এবং লঞ্চ করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে শোনা যাচ্ছে…

চীনা বাজারে Oppo A3 Pro স্মার্টফোনটি আত্মপ্রকাশ করার পর, সম্প্রতি এই ফোনটিকে ভারতে Oppo F27 Pro+ হিসাবে রিব্র্যান্ড এবং লঞ্চ করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে শোনা যাচ্ছে যে, ব্র্যান্ডটি Oppo A3 Pro ফোনের ভারতীয় সংস্করণেও কাজ করছে। আর এখন এক টিপস্টারের সৌজন্যে এর লাইভ ইমেজগুলি সামনে এসেছে। কি কি তথ্য উঠে এল এই ছবিগুলি থেকে আসুন দেখে নেওয়া যাক।

ফাঁস হল Oppo A3 Pro ফোনের ভারতীয় সংস্করণের লাইভ ইমেজ ও মূল্য

টিপস্টার সুধাংশু আম্ভোরে এবং ৯১মোবাইলস দ্বারা যৌথভাবে শেয়ার করা লাইভ ইমেজগুলি দেখিয়েছে যে, আসন্ন ওপ্পো এ৩ প্রো ফোনের ভারতীয় সংস্করণের ডিজাইন ওপ্পো এফ২৭ প্রো চীনা মডেলের তুলনায় সম্পূর্ণ ভিন্ন। ডিভাইসটিতে একটি আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউল রয়েছে, যার মধ্যে দুটি ক্যামেরা সেন্সর রয়েছে এবং আর তৃতীয় কাটআউটে একটি রিং এলইডি লাইট অবস্থান করছে। লাইভ ইমেজ নিশ্চিত করে যে, ডিভাইসটি একটি গ্লসি পার্পল কালারের সাথে বাজারে আসবে।

Oppo A3 Pro

ভারতে আসতে চলা আসন্ন ওপ্পো এ৩ প্রো মডেলে মোটা বেজেল সহ একটি ফ্ল্যাট ডিসপ্লে দেখা গেছে। ডিসপ্লেতে ফ্রন্ট ক্যামেরার জন্য একটি পাঞ্চ-হোল কাটআউটও রয়েছে। ডিভাইসের বক্স ইমেজ নিশ্চিত করে যে এটি একটি ৩৬০ ডিগ্রি ড্যামেজ-প্রুফ আর্মার বডি সহ আসবে, যা ওপ্পো এ৩ প্রো হ্যান্ডসেটের চীনা ভ্যারিয়েন্টেও উপস্থিত রয়েছে। এছাড়াও, এটিতে একটি স্প্ল্যাশ টাচ ফিচারও বিদ্যমান, যা ডিসপ্লে ভেজা থাকলেও টাচ স্ক্রিনকে স্বাভাবিকভাবে কাজ করতে দেয়।

স্পেসিফিকেশন সর্ম্পকে বললে, Oppo A3 Pro ভারতীয় ভ্যারিয়েন্টটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট ৬.৬ ইঞ্চির ডিসপ্লে প্যানেলের সাথে আসবে। ডিভাইসটি MediaTek Dimensity 6300 প্রসেসরে চলবে, যা ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি/২৫৬ জিবি স্টোরেজের সাথে যুক্ত থাকবে।

ফটোগ্রাফির জন্য, Oppo A3 Pro ফোনের পিছনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা থাকবে বলে জানা গেছে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, ফোনটিতে বড় ৫,১০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে, যা ৪৫ ওয়াট সুপারভুক (SUPERVOOC) চার্জিং সাপোর্ট করবে।

দামের ক্ষেত্রে, টিপস্টার সুধাংশু আম্ভোরে দাবি করেছেন যে Oppo A3 Pro হ্যান্ডসেটের ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের প্রারম্ভিক মূল্য ১৭,৯৯৯ টাকা হবে, যেখানে ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলের মূল্য ১৯,৯৯৯ টাকা হবে। যেহেতু ডিভাইসটির রিটেইল বক্সে ২০,৯৯৯ টাকা উল্লেখ করা রয়েছে, তাই এই দাবিগুলি সত্য হওয়ার সম্ভাবনা বেশি৷

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন