32MP ফ্রন্ট ক্যামেরা ও 512 জিবি স্টোরেজ নিয়ে আসছে Oppo-র নতুন ফোন, লঞ্চের আগেই দাম ফাঁস

ওপ্পো এ৩ ভাইটালিটি এডিশন ৫জি ফোনটি শীঘ্রই আসছে বাজারে। এখন লঞ্চের আগে ফোনটিকে একটি প্ল্যাটফর্মে দেখা গেছে, যা এর স্পেসিফিকেশনগুলি প্রকাশ করেছে।

Ananya Sarkar 19 July 2024 5:10 PM IST

ওপ্পো তাদের এ সিরিজের অধীনে ওপ্পো এ৩ ভাইটালিটি এডিশন ৫জি নামে একটি স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। বাজারে আসার আগে, ডিভাইসটিকে এখন চায়না টেলিকম ওয়েবসাইটে দেখা গেছে, যা এর প্রায় সমস্ত প্রধান স্পেসিফিকেশন প্রকাশ করেছে। আসুন সার্টিফিকেশনটি থেকে ওপ্পো এ৩ ভাইটালিটি এডিশন ৫জি সর্ম্পকে কি কি তথ্য উঠে এসেছে, দেখে নেওয়া যাক।

ওপ্পো এ৩ ভাইটালিটি এডিশন ৫জি ফোনটিকে দেখা গেল চায়না টেলিকমের সাইটে

পিকেডি১১০ মডেল নম্বর সহ ওপ্পো এ৩ ভাইটালিটি এডিশন ৫জি ফোনটি চায়না টেলিকমের প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। ফোনটির পিছনে একটি আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউল, দুটি লেন্স এবং একটি রিং এলইডি লাইট রয়েছে৷ লিস্টিং অনুযায়ী, এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৬,৩০০ প্রসেসর দ্বারা চালিত হবে এবং অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে রান করবে।

ওপ্পো এ৩ ভাইটালিটি এডিশন ৫জি ফোনে ১,৬০০ x ৭২০ পিক্সেল রেজোলিউশন সহ ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে থাকবে। এটি বিনোদন এবং ওয়েব স্ক্রলিংয়ের জন্য একটি ভালো স্ক্রিন সাইজ, যদিও ফুলএইচডি প্যানেলের মতো তীক্ষ্ণ ভিজ্যুয়াল এতে দেখা যাবে না। ফোনটির পরিমাপ হল ১৬৫.৭৯ x ৭৬.১৪ x ৭.৬৮ মিলিমিটার এবং এর ওজন ১৮৫.৭ গ্রাম।

ওপ্পো এ৩ ভাইটালিটি এডিশনের রিয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর উপস্থিত থাকবে। আর ফোনের সামনে সেলফি এবং ভিডিও কলের জন্য একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করবে। পাওয়ার ব্যাকআপের জন্য, ডিভাইসটি বড় ৫,১০০ এমএএইচ ব্যাটারিতে চলবে এবং এটি জিপিএস, ব্লুটুথ এবং ওয়াই-ফাই এর মতো স্ট্যান্ডার্ড কানেক্টিভিটি অপশনগুলির সাথে আসবে।

উল্লেখযোগ্যভাবে, ডিজাইন ও স্পেসিফিকেশন দেখে ওপ্পো এ৩ ভাইটালিটি এডিশনটিকে গত মাসে লঞ্চ হওয়া ওপ্পো এ৩ প্রো ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টের রাইব্র্যান্ডেড সংস্করণ বলে মনে করা হচ্ছে। কোম্পানি ভারতীয় বাজারের জন্য চীনা ওপ্পো এ৩ প্রো ফোনটিকে ওপ্পো এফ২৭ প্রো প্লাস হিসেবে রিব্র্যান্ড করেছে, তাই মনে করা হচ্ছে যে ভারতীয় এ৩ প্রো চীনের জন্য ভাইটালিটি এডিশন হিসাবে রিব্র্যান্ড করা হচ্ছে।

চায়না টেলিকমের লিস্টিংটি ওপ্পো এ৩ ভাইটালিটি এডিশনের মূল্য এবং লভ্যতার বিবরণের ওপরও আলোকপাত করেছে। এটি ১২ জিবির একটি একক র‍্যাম বিকল্পে আসবে এবং ২৫৬ জিবি ও ৫১২ জিবি - এই দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে উভয় ফোনেরই স্টোরেজ ক্ষমতা ২ টিবি পর্যন্ত বাড়ানো যাবে। দামের ক্ষেত্রে, চীনা বাজারে ফোনটির ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের মূল্য হবে ১,৯৯৯ ইউয়ান (প্রায় ২৪,২৬৫ টাকা) এবং ৫১২ জিবি স্টোরেজ মডেলটি ২,২৯৯ ইউয়ান (প্রায় ২৬,৪৬০ টাকা) মূল্যে পাওয়া যাবে। ওপ্পো এ৩ ভাইটালিটি এডিশন তিনটি আকষর্ণীয় কালার অপশনে পাওয়া যাবে - ব্ল্যাক সি অফ ফগ, গ্রিন ব্যাম্বু ফরেস্ট এবং পার্পল ক্রিসেন্ট মুন।

Show Full Article
Next Story