Oppo A3X হাজির হল NBTC ও গিকবেঞ্চ সাইটে, দেখে নিন এই নতুন ফোনের ফিচার্স

ওপ্পো গ্লোবাল মার্কেটে তাদের এ সিরিজের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে, যা ওপ্পো এ৩এক্স নামে আত্মপ্রকাশ...
Ananya Sarkar 29 Jun 2024 2:08 PM IST

ওপ্পো গ্লোবাল মার্কেটে তাদের এ সিরিজের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে, যা ওপ্পো এ৩এক্স নামে আত্মপ্রকাশ করবে। আর এখন থাইল্যান্ডের এনবিটিসি ও টিইউভি রাইনল্যান্ড সার্টিফিকেশন এবং গিকবেঞ্চ বেঞ্চমার্কিং ডেটাবেসে আসন্ন ওপ্পো এ৩এক্স হ্যান্ডসেটটিকে দেখা গেছে। কি কি তথ্য উঠে এল এই লিস্টিংগুলি থেকে, আসুন জেনে নেওয়া যাক।

ওপ্পো এ৩এক্স স্মার্টফোন পেল একাধিক সার্টিফিকেশন সাইটের অনুমোদন

থাইল্যান্ডের ন্যাশানাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন সার্টিফিকেশন নিশ্চিত করে যে ওপ্পো শীঘ্রই বিশ্ববাজারে সিপিএইচ২৬৪১ মডেল নম্বর সহ একটি স্মার্টফোন লঞ্চ করবে। সার্টিফিকেশনটি আরও প্রকাশ করেছে যে ওপ্পো ডিভাইসটি ওপ্পো এ৩এক্স নামের সাথে আত্মপ্রকাশ করবে। এছাড়াও, সার্টিফিকেশনটি প্রকাশ করেছে যে ওপ্পো ডিভাইসটিকে জিএসএম, ডাব্লিউসিডিএমএ এবং এলটিই কানেক্টিভিটি সাপোর্ট করবে। আমরা টিইউভি রাইনল্যান্ড সার্টিফিকেশনেও ডিভাইসটিকে দেখেছি, যা নিশ্চিত করেছে যে আসন্ন স্মার্টফোনটি একটি ৪,৯৭০ এমএএইচ রেটেড ব্যাটারি সহ আসবে।

ডিভাইসটি সম্ভবত ৫,০০০ এমএএইচ সাধারণ মানের ব্যাটারি এবং ৪৫ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং প্রযুক্তির সাথে আত্মপ্রকাশ করবে। গিকবেঞ্চ ডেটাবেস প্রকাশ করেছে যে ওপ্পো এ৩এক্স সিঙ্গেল-কোরে ৩৪৪ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ১,১৮১ পয়েন্ট স্কোর করেছে। ডিভাইসটি ২.০২ গিগাহার্টজ বেস ক্লক স্পিড, বেঙ্গল মাদারবোর্ড এবং একটি অ্যাড্রেনো ৬১০ জিপিইউ সহ একটি অক্টা-কোর চিপসেট দ্বারা চালিত হবে। এই তথ্যগুলি নির্দেশ করে যে, ওপ্পো এ৩এক্স কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসরের সাথে ৮ জিবি র‍্যামের সাথে আসবে। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলবে, যার ওপরে সম্ভবত কালারওএস ১৪ কাস্টম স্কিনের স্তর থাকবে।

প্রসঙ্গত, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসরে ২.৪ গিগাহার্টজ ক্লক স্পিডের চারটি ক্রায়ো ২৬৫ গোল্ড (কর্টেক্স এ৭৩) কোর এবং ১.৯ গিগাহার্টজ গতির চারটি ক্রায়ো ২৬৫ সিলভার (কর্টেক্স এ৫৫) কোর উপস্থিত রয়েছে। গিকবেঞ্চ লিস্টিং অনুসারে, ডিভাইসটিতে ২.০২ গিগাহার্টজ চারটি কোর এবং ২.১১ গিগাহার্টজ ক্লক স্পিডের আরও চারটি কোর রয়েছে, যা নির্দেশ করে যে ওপ্পো প্রসেসরের একটি সামান্য ওভারক্লকড ভ্যারিয়েন্ট ব্যবহার করবে।

ওপ্পো এ৩এক্স ডিভাইসটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন সার্টিফিকেশনেও দেখা গেছে, যা ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের উপস্থিতি নিশ্চিত করেছে। ওপ্পো স্মার্টফোনটির পিছনের দিকে একটি ৮ মেগাপিক্সেলের ক্যামেরা এবং একটি ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করবে৷ কোম্পানি ফোনটির ৫জি ভ্যারিয়েন্টেও কাজ করছে, যেটি সম্প্রতি ওপ্পো এ৩এম ৫জি ফোনের পাশাপাশি চীনের টেনা সার্টিফিকেশন প্ল্যাটফর্মেরও অনুমোদন লাভ করেছে।

Show Full Article
Next Story