সাবাশ Oppo! দু'বছরের পুরনো ফোনকে মনে রেখে Android 12 আপডেট, কীভাবে পাবেন, দেখুন
২০২০ সালে ওপ্পোর লঞ্চ করা সেরা বাজেট স্মার্টফোনগুলির মধ্যে অন্যতম ছিল Oppo A53। এটি ৯০ হার্টজ ডিসপ্লে ও Qualcomm...২০২০ সালে ওপ্পোর লঞ্চ করা সেরা বাজেট স্মার্টফোনগুলির মধ্যে অন্যতম ছিল Oppo A53। এটি ৯০ হার্টজ ডিসপ্লে ও Qualcomm Snapdragon 460 প্রসেসরের সাথে বাজারে এসেছিল। ডিভাইসটিতে তখন Android 10 বেসড ColorOS 7 মোবাইল অপারেটিং সিস্টেম থাকলেও গত বছর তা Android 11 নির্ভর ColorOS 11 সংস্করণে আপগ্রেড হয়। এবার এতে লেটেস্ট Android 12 (ColorOS 12) আপডেট রোলআউটের লক্ষ্যে বিটা টেস্টার নিয়োগ করতে শুরু করল ওপ্পো।
কালারওএস গ্লোবালের অফিশিয়াল টুইট অনুযায়ী, Oppo A53-এর বিটা প্রোগ্রাম ১৯ এপ্রিল থেকে ভারতে শুরু হওয়ার কথা ছিল। যদিও তার আগেভাগেই তা চালু করেছে ওপ্পো। আজ থেকেই এ দেশে বিটা টেস্টারদের রিক্রুটমেন্ট শুরু হয়েছে। ১৯ এপ্রিল পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে।
যারা বিটা ভার্সন টেস্ট করতে চান, তাদেরকে C.22. ফার্মওয়্যার ভার্সনে থাকতে হবে। Android 12 নির্ভর ColorOS 12 বিটা প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আগ্রহীদের সেটিংস> সফটওয়্যার আপডেট> গিয়ার আইকন > এপ্লাই ফর বিটা ভার্সন > আপডেট বিটা > ভার্সন এবং তারপর স্ক্রিনে আসা নির্দেশগুলি পালন করতে হবে।
সিলেকশন হলে আবেদনের ৩ দিনের মধ্যে ওভার দ্য এয়ার (ওটিএ) মাধ্যমে Android 12 নির্ভর ColorOS 12 বিটা আপডেট পাবেন ব্যবহারকারীরা। নির্বাচিত না হলে আবার পরবর্তী ব্যাচে রিক্রুটমেন্টের সময় আবেদন করা যাবে। তবে স্টেবেল ভার্সন কবে প্রকাশ হবে, তা এখনও জানায়নি ওপ্পো। তবে সেটা মাস দুয়েক পরে হবে বলে অনুমান। উল্লেখ্য, Oppo A53-এর ক্ষেত্রে এটাই শেষ অপারেটিং সিস্টেম আপগ্রেড।