Oppo A54 ফোনের দাম 1 হাজার টাকা কমল, আরও 800 টাকা পর্যন্ত ছাড়ে কেনার সুযোগ
সেমিকন্ডাক্টরের মতো প্রয়োজনীয় যন্ত্রাংশের অভাবে উৎপাদন সংকট, যে কারণে গত বছরের সেপ্টেম্বরে Oppo A54 স্মার্টফোনের দাম...সেমিকন্ডাক্টরের মতো প্রয়োজনীয় যন্ত্রাংশের অভাবে উৎপাদন সংকট, যে কারণে গত বছরের সেপ্টেম্বরে Oppo A54 স্মার্টফোনের দাম বৃদ্ধির ঘোষণা গ্রাহকদের কাছে খুব অবাক করার মতো ছিল না। তবে একধাক্কায় ১০০০ টাকা দাম বাড়ানো অনেকের কাছেই অপ্রত্যাশিত লেগেছিল। তবে নতুন বছরের গোড়াতেই সুখবর শোনাল অপ্পো। Oppo A54 এবার থেকে পুরনো দামেই মিলবে৷ ১০০০ টাকা কমে।
Oppo A54 স্মার্টফোনের নতুন দাম
৯১মোবাইলস অফলাইন বিপনিগুলি থেকে খবর পেয়েছে যে, Oppo A54-এর ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে গেলে এখন খরচ হবে ১৩,৯৯০ টাকা। সেপ্টেম্বরে নতুন দাম কার্যকর হওয়ার পর যা এতদিন পাওয়া যেত ১৪,৯৯০ টাকায়। একই ভাবে ১০০০ টাকা কমে Oppo A54-এর ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভার্সনের নতুন দাম দাঁড়াল যথাক্রমে ১৪,৯৯০ টাকা ও ১৫,৯৯০ টাকা।
Oppo A54 স্মার্টফোনের উপরে নতুন অফার
আবার ৯১মোবাইলসের শেয়ার করা একটি পোস্টারে দেখা যাচ্ছে, গ্রাহকেরা Oppo A54 কিনলে পেয়ে যেতে পারেন ৫% ক্যাশব্যাক। আইসিআইসিআই ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, স্ট্যান্ডার্ড চাটার্ড, ফেডারেল ব্যাঙ্ক, এবং ওয়ান কার্ড-এর উপরে মিলবে এই সুবিধা।
Oppo A54 স্মার্টফোনের স্পেসিফিকেশন
ওপ্পো এ৫৪-এ রয়েছে ৬০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৫১ ইঞ্চি এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর, ১৩ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ + ১৬ মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা, এবং ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি।