Oppo A56 5G ও A93s 5G স্মার্টফোনে Android 12 নির্ভর ColorOS 12 বিটা আপডেট আসছে

Oppo A সিরিজের আরও দু'টি স্মার্টফোনে Android 12 নির্ভর ColorOS 12 বিটা আপডেট উপলব্ধ হল। Oppo A93s 5G এবং Oppo A56 5G...
SUMAN 23 March 2022 2:49 PM IST

Oppo A সিরিজের আরও দু'টি স্মার্টফোনে Android 12 নির্ভর ColorOS 12 বিটা আপডেট উপলব্ধ হল। Oppo A93s 5G এবং Oppo A56 5G হ্যান্ডসেটে বিটা ভার্সন লাইভ হওয়ার খবর সামনে এসেছে। প্রসঙ্গত, এই স্মার্টফোনগুলি যথাক্রমে গত বছরের জুলাই এবং অক্টোবরে চীনে লঞ্চ হয়েছিল।

রিপোর্ট অনুযায়ী, Oppo A56 5G এবং Oppo A93s 5G-এর বিটা রেজিস্ট্রেশন আজ থেকে চালু হওয়ার কথা ছিল। কিন্তু, ওপ্পো গতকাল বিটা টেস্টিংয়ের নিবন্ধীকরন শুরু করে আজই এনরোলমেন্ট বন্ধ করে দিয়েছে। বিটা রেজিস্ট্রেশনের দ্বিতীয় ব্যাচ কবে থেকে শুরু হবে, তা এখনও জানানো হয়নি।

বিটা আপডেটের জন্য Oppo A56 5G এবং Oppo A93s 5G ব্যবহারকারীদের যথাক্রমে A.10 এবং A.09 ফার্মওয়্যার ভার্সন থাকতে হবে। পাঁচ দিনের মধ্যে বিটা টেস্টারের অ্যাপ্লিকেশন পর্যালোচনা করা হবে। নির্বাচিত হওয়ার তিন দিনের মধ্যে ব্যবহারকারীদের ফোনে Android 12 নির্ভর ColorOS 12 বিটা ওটিএ আপডেটের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে।

প্রসঙ্গত,ওপরের ফোনগুলোতে স্টেবেল আপডেট কবে রোলআউট করা হবে, সে বিষয়ে কিছু জানায়নি ওপ্পো। তবে সংস্থার আপডেট দেওয়ার ট্রেন্ড বলছে, স্টেবেল ভার্সন পেতে এখনও এক মাস বা তার বেশি সময় লাগতে পারে।

Show Full Article
Next Story