Oppo A57s সস্তায় 50 মেগাপিক্সেল ক্যামেরা ও 33W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসছে, ফাঁস ছবি সহ ফিচার

চলতি বছরের শুরুতে স্মার্টফোন ব্র্যান্ড ওপ্পো তাদের A-সিরিজের অধীনে ভারত এবং থাইল্যান্ডের বাজারে Oppo A57 4G হ্যান্ডসেটটি উন্মোচন করে। আর বর্তমানে ব্র্যান্ডটি Oppo A57s নামে…

চলতি বছরের শুরুতে স্মার্টফোন ব্র্যান্ড ওপ্পো তাদের A-সিরিজের অধীনে ভারত এবং থাইল্যান্ডের বাজারে Oppo A57 4G হ্যান্ডসেটটি উন্মোচন করে। আর বর্তমানে ব্র্যান্ডটি Oppo A57s নামে এই ডিভাইসের আরেকটি ভ্যারিয়েন্ট লঞ্চ করার পরিকল্পনা করছে বলে জানা গেছে। ইতিমধ্যেই বিভিন্ন রিপোর্ট এবং সূত্রের মাধ্যমে ফোনটির কয়েকটি প্রধান স্পেসিফিকেশন এবং মূল্য প্রকাশ্যে এসেছে। তবে এখন এক নির্ভরযোগ্য টিপস্টার আসন্ন Oppo A57s-এর স্পেসিফিকেশনের সম্পূর্ণ তালিকা এবং রেন্ডার ফাঁস করেছেন।

ওপ্পো এ৫৭এস-এর স্পেসিফিকেশন (Oppo A57s Specifications)

টিপস্টার সুধাংশু আম্ভোরে আসন্ন ওপ্পো এ৫৭এস-এর কিছু নতুন রেন্ডার এবং স্পেসিফিকেশনের সম্পূর্ণ তালিকাটি অনলাইনে শেয়ার করেছেন। টিপস্টারের মতে, এই আসন্ন ওপ্পো ফোনে ফুল-এইচডি+ রেজোলিউশন (১,৬১২ x ৭২০ পিক্সেল) এবং ৬০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫ ইঞ্চির এলসিডি প্যানেল থাকবে। ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৩৫ চিপসেট দ্বারা চালিত হবে, যার অর্থ এটিও শুধুমাত্র ৪জি সংযোগ প্রদান করবে। ওপ্পো এ৫৭এস-এ ৪জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ১২৮ জিবি ইএমএমসি ৫.১ স্টোরেজ পাওয়া যায়। তাছাড়া, হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কালারওএস ১২.১ (ColorOS 12.1) কাস্টম স্কিনে রান করবে।

ফটোগ্রাফির জন্য, Oppo A57s-এ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। আর ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও অন্তর্ভুক্ত থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Oppo A57s ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং অফার করবে। এছাড়াও, এই নয়া ওপ্পো হ্যান্ডসেটে স্টেরিও স্পিকার, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ইউএসবি-সি পোর্ট, ৩.৫ মিলিমিটার জ্যাক, ওয়াই-ফাই ৫গিগাহার্টজ এবং ব্লুটুথ ৫.৩ মিলবে। ডিভাইসটির পরিমাপ হবে ১৬৩.৭৪ x ৭৫.০৩ x ৭.৯৯ মিলিমিটার এবং ওজন ১৮৭ গ্রাম।

উল্লেখ্য, সাম্প্রতিক একটি রিপোর্ট থেকে জানা গেছে যে, Oppo A57s-এর ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলটির দাম রাখা হবে প্রায় ১৯৯ ইউরো (আনুমানিক১৬,১০০ টাকা)। যদিও, ওপ্পো এই ফোনটির লঞ্চ সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে আগামী দিনে এর আরও বিশদ বিবরণ প্রকাশ্যে আসবে বলে আশা করা যায়।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন