Oppo A74 5G এর দাম সহ সমস্ত স্পেসিফিকেশন ফাঁস, আসছে ১৩ এপ্রিল

Oppo A74 আগামী ১৩ ই এপ্রিল লঞ্চ হতে পারে। গত কয়েক মাস ধরে এই ফোনটিকে বিভিন্ন সার্টিফিকেশন সাইটে এবং বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম, Geekbench-এ দেখা গেছে। জানা…

Oppo A74 আগামী ১৩ ই এপ্রিল লঞ্চ হতে পারে। গত কয়েক মাস ধরে এই ফোনটিকে বিভিন্ন সার্টিফিকেশন সাইটে এবং বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম, Geekbench-এ দেখা গেছে। জানা গেছে অপ্পো এ৭৪ ফোনটি ৪জি ও ৫জি কানেক্টিভিটির সাথে আসবে। এবার অস্ট্রেলিয়ার একটি রিটেল ওয়েবসাইটে Oppo A74 5G কে স্পেসিফিকেশন, দাম ও লঞ্চের তারিখ সহ দেখা গেল।

Oppo A74 5G এর লঞ্চ ডেট ও দাম

অস্ট্রেলিয়ার এই রিটেল ওয়েবসাইট অনুযায়ী, অপ্পো এ৭৪ ৫জি আগামী ১৩ এপ্রিল লঞ্চ হবে। ওই দিন থেকে ফোনটির প্রি-অর্ডারও শুরু হবে। আবার ফোনটি ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। এর দাম রাখা হবে ৪৪৪ অস্ট্রেলিয়ান ডলার ( প্রায় ২৪,৯০০ টাকা)। Oppo A74 5G ফ্লুইড ব্ল্যাক ও স্পেস সিলভার কালারের সাথে লঞ্চ হবে।

Oppo A74 5G এর স্পেসিফিকেশন

ওয়েবসাইট থেকে আরো জানা গেছে, অপ্পো এ৭৪ ৫জি ফোনটি ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) পাঞ্চ হোল ডিসপ্লের সাথে আসবে। এর রিফ্রেশ রেট হবে ৯০ হার্টজ। আবার এতে ব্যবহার করা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ প্রসেসর। সাথে থাকবে ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য Oppo A74 5G ফোনে কোয়াড ক্যামেরা সেটআপ দেখা যাবে। এই ক্যামেরাগুলি হবে ৪৮ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল। সেলফি ও ভিডিও কলের জন্য এতে থাকবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

অপ্পো এ৭৪ ৫জি ফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে। এতে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। আবার এর ওয়াই-ফাই ফ্রিকোয়েন্সি ব্যান্ড হবে ২.৪ গিগাহার্টজ এবং ৫ গিগাহার্টজ। ফোনটির আকৃতি হবে ১৬২.৯ x ৭৪.৭ x ৮.৪ মিমি এবং ওজন ১৯০ গ্রাম। সিকিউরিটির জন্য থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। অপারেটিং সিস্টেম হিসেবে এতে থাকবে অ্যান্ড্রয়েড ১১ বেসড কালারওস ১১.১।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন