Oppo A93s 5G জুলাইয়ের শুরুতে দুর্দান্ত ফিচার সহ লঞ্চ হচ্ছে, জেনে নিন দাম
চলতি মাসের শুরুতেই PFGM00 মডেল নম্বরের একটি Oppo স্মার্টফোন কে চীনের TENAA ও 3C সার্টিফিকেশন সাইটে দেখে গিয়েছিল। যদিও...চলতি মাসের শুরুতেই PFGM00 মডেল নম্বরের একটি Oppo স্মার্টফোন কে চীনের TENAA ও 3C সার্টিফিকেশন সাইটে দেখে গিয়েছিল। যদিও সেই সময়ে এই ফোনের নাম জানা যায়নি। তবে এখন চীনা টেলিকম প্রোডাক্ট লাইব্রেরীতে PFGM00 মডেল নম্বরের ফোনটি অন্তর্ভুক্ত হওয়ার পর, নিশ্চিত হওয়া গেছে যে, এই ফোনটি Oppo A93s 5G নামে লঞ্চ হবে। এখান থেকে ফোনটির স্পেসিফিকেশন ও দাম সামনে এসেছে। আসুন Oppo A93s 5G সম্পর্কে কি কি তথ্য উঠে এসেছে জেনে নেওয়া যাক।
Oppo A93s 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
চীনা টেলিকম লিস্টিং অনুযায়ী, ওপ্পো এ৯৩এস ৫জি ফোনে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস পাঞ্চ হোল ডিসপ্লে। ডিসপ্লের কাট আউটের মধ্যে থাকবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আবার এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। ওপ্পো এ৯৩এস ৫জি ফোনের এই ক্যামেরাগুলি হল ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ও দুটি ২ মেগাপিক্সেল সেন্সর।
Oppo A93s 5G ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি ৭০০ (MT6833) প্রসেসর ব্যবহার করা হবে। সাথে থাকবে ৮ জিবি র্যাম + ১২৮ জিবি এবং ২৫৬ জিবি স্টোরেজ। ফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে, যার সাথে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। Oppo A93s 5G ফোনের অন্যান্য ফিচারের মধ্যে আছে ইউএসবি টাইপ সি পোর্ট, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ৩.৫ মিমি হেডফোন জ্যাক।
Oppo A93s 5G এর দাম ও লঞ্চের তারিখ
চীনা টেলিকম সাইট অনুযায়ী, ওপ্পো এ৯৩এস ৫জি ফোনের ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হবে যথাক্রমে ১,৯৯৯ ইউয়ান (প্রায় ২২,৯০০ টাকা) ২,১৯৯ ইউয়ান (প্রায় ২৫,২০০ টাকা)। আগামী ৭ জুলাই ফোনটি লঞ্চ হতে পারে। ওপ্পো এ৯৩এস ৫জি ফোনটি হোয়াইট পিচ সোডা, আর্লি সামার লাইট সী এবং সামার নাইট স্টার রিভার কালারে আসতে পারে।