8GB র‌্যাম সহ Oppo A95 4G শীঘ্রই বাজারে আসছে, বিশেষত্ব সামনে আনল Geekbench

5G ভার্সনের পর এবার 4G ভার্সনে বাজারে আসছে Oppo A95। গত এপ্রিলে চীনে লঞ্চ হয়েছিল Oppo A95 5G৷ এবার অন্যান্য দেশের আত্মপ্রকাশ করার পথে এই…

5G ভার্সনের পর এবার 4G ভার্সনে বাজারে আসছে Oppo A95। গত এপ্রিলে চীনে লঞ্চ হয়েছিল Oppo A95 5G৷ এবার অন্যান্য দেশের আত্মপ্রকাশ করার পথে এই স্মার্টফোনের 4G ভার্সন। Oppo A95 4G পূর্বে NBTC, FCC, TKDN, এবং CQC-এর থেকে ছাড়পত্র পেয়েছিল। আর এখন ডিভাইসটি Geekbench-এ তালিকাভুক্ত হয়েছে। বেঞ্চমার্ক প্ল্যাটফর্মটি থেকে Oppo A95 4G-এর বিষয়ে কিছু তথ্য উঠে এসেছে।

গিকবেঞ্চ লিস্টিং অনুসারে, Oppo A95 4G-এর মডেল নম্বর CPH2365। এতে কোয়ালকমের অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে। যার চারটি কোরের ক্লক স্পিড ১.৮০ গিগাহার্টজ এবং বাকি চারটি কোরের ক্লক স্পিড ২.০২ গিগাহার্টজ। সোর্স কোড বলছে এই প্রসেসরের সাথে রয়েছে Adreno 610 জিপিইউ। মাদারবোর্ডের কোডনামে ‘bengal’ থাকার অর্থ হ্যান্ডসেটটি Snapdragon 662 প্রসেসরের সাথে আসতে পারে।

গিকবেঞ্চ থেকে আরও জানা গেছে, Oppo A95 4G ফোনটি ৮ জিবি র‌্যাম সহ আসবে। আবার অপারেটিং সিস্টেম হিসেবে এতে অ্যান্ড্রয়েড ১১ ওএস পাওয়া যাবে। গিকবেঞ্চের সিঙ্গেল কোর ও মাল্টি কোর টেস্টে স্মার্টফোনটি যথাক্রমে ৩১২ ও ১২৭৪ পয়েন্ট পেয়েছে।

পূর্বে অন্যান্য সার্টিফিকেশন সাইটগুলি থেকে জানা গিয়েছিল যে, ট্রিপল ক্যামেরা সেটআপ, ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ ওপ্পো এ৯৫ ৪জি আত্মপ্রকাশ করবে। কালার ওএস ১১.১ কাস্টম ইন্টারফেস দেখা যাবে এই ফোনে। এছাড়া ওপ্পো এ৯৫ ৪জি সম্পর্কে আর কিছু জানা যায়নি।