৭ হাজার টাকা ছাড়ে কিনে‌ নিন ফোন, আজ থেকে শুরু হল Oppo Advance Days Sale

সামনেই বড়দিন। চারিদিকে উৎসবের আবহ। আর উৎসব মানেই তো কেনাকাটা। এই সময়ে, আপনি কি বাজেট সাশ্রয়ী স্মার্টফোন কেনার কথা ভাবছেন? তবে, আপনার জন্য রয়েছে দারুণ…

সামনেই বড়দিন। চারিদিকে উৎসবের আবহ। আর উৎসব মানেই তো কেনাকাটা। এই সময়ে, আপনি কি বাজেট সাশ্রয়ী স্মার্টফোন কেনার কথা ভাবছেন? তবে, আপনার জন্য রয়েছে দারুণ সুখবর। Flipkart-এ আজ থেকেই শুরু হয়েছে ‘Oppo Advance Days’ সেল। আসন্ন বড়দিন উপলক্ষ্যে আয়োজিত বিশেষ এই সেলে, Oppo-র একাধিক স্মার্টফোনের ওপর আপনি পেয়ে যাবেন ছাড়। শুধু তাই নয়, অ্যাক্সিস ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারের ওপর থাকছে ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। এই সেলটি চলবে আগামী ২৫ শে ডিসেম্বর পর্যন্ত। এখন আসুন, Oppo Advance Days সেলে উপলব্ধ ফোনগুলি কি কি অফারের সাথে পাওয়া যাবে, তা দেখে নেওয়া যাক।

Oppo Advance Days Sale অফার

ওপ্পো অ্যাডভান্স ডেজ সেলে ওপ্পো রেনো ৬ ৫জি, ওপ্পো রেনো ৬ প্রো ৫জি ছাড়াও ওপ্পো এ সিরিজের একাধিক ফোনে মিলবে দারুণ ছাড়। পাশাপাশি, ওপ্পো এফ সিরিজের বেশ কিছু ফোনও লোভনীয় ডিসকাউন্টের সাথে পাওয়া যাবে।

Oppo Reno 6 5G ফোনটির প্রারম্ভিক দাম ৩৫,৯৯০ টাকা। তবে সেলে, এটি ১৬ শতাংশ ডিসকাউন্ট সহ মাত্র ২৯,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে৷ আবার, অ্যাক্সিস ব্যাংকের ডেবিট বা ক্রেডিট কার্ড দ্বারা পেমেন্ট করলে মিলবে ৪,০০০ টাকা পর্যন্ত ছাড়। পাশাপাশি রয়েছে নো কস্ট ইএমআই এর সুবিধাও। উল্লেখ্য, ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে।

আবার Oppo Reno 6 Pro 5G স্মার্টফোনটি, যার প্রাথমিক দাম ছিল ৪৬,৯৯০ টাকা, এখন সেলে ১৪ শতাংশ ডিসকাউন্ট সহ ৩৯,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে। আবার, অ্যাক্সিস ব্যাংকের কার্ড হোল্ডারকারীদের জন্য রয়েছে ৪,০০০ টাকা মূল্যের ডিসকাউন্ট। পাশাপাশি, নো কস্ট ইএমআই অপশন উপলব্ধ। সেক্ষেত্রে, আপনাকে মাসিক ১,৩৬৭ টাকা করে পরিশোধ করতে হবে। জানিয়ে রাখি, ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ প্রসেসর ও ৪,৫০০ এইমএএইচ ব্যাটারিসহ বাজারে এসেছে।

Oppo A53s 5G ফোনটির ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির প্রারম্ভিক দাম ১৮,৯৯০ টাকা। তবে, চলতি সেলে, এটি আপনি ৫ শতাংশ ছাড় সহ মাত্র ১৭,৯৯০ টাকায় পকেটস্থ করতে পারবেন। আবার, অ‌্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ড দ্বারা পেমেন্ট করলে পেয়ে যাবেন ৫% ক্যাশব্যাক। এছাড়া, ইএমআই সুবিধা সহ ফোনটি কিনে ফেলতে পারেন। সেক্ষেত্রে, আপনাকে মাসিক ৬৫৩ টাকা করে পরিশোধ করতে হবে। উল্লেখ্য, এই ফোনে আছে, মিডিয়াটেক ডাইমেনসিটি প্রসেসর ৭০০।

Oppo A12 ফোনটির ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১১,৯৯০ টাকা। তবে সেলে ফোনটি ১৮ % ডিসকাউন্টের সাথে উপলব্ধ রয়েছে। অর্থাৎ, এই মুহূর্তে, উক্ত ভ্যারিয়েন্টটি আপনি মাত্র ৯,৭৫০ টাকার বিনিময়ে পেয়ে যাবেন। আবার ইএমআই অপশন শুরু হচ্ছে মাসিক ৩৩৪ টাকা থেকে। উল্লেখ্য, ফোনটিতে মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে।

Oppo A33 ফোনটির ৩ জিবি র‍্যাম + ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৯৯০ টাকা। তবে, সেল চলাকালীন এটি ১৯% ডিসকাউন্ট সহ মাত্র ১০,৪৯০ টাকায় কেনা যাবে৷ আবার, অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারে মিলবে ৫% ক্যাশব্যাক। এছাড়া, মাসিক ৩৫৯ টাকা থেকে শুরু হচ্ছে ইএমআই পরিষেবা। ফোনটি মুনলাইট ব্ল্যাক ও মিন্ট ক্রিম, এই দুই কালার বিকল্পে বেছে নেওয়া যাবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন